সাসপেন্ড হলেন স্ত্রীকে নিগ্রহে অভিযুক্ত মধ্যপ্রদেশ পুলিশের এডিজি পুরুষোত্তম শর্মা
পুলিশ কর্তাকে অন্য এক মহিলার সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলেন তাঁর স্ত্রী। এরপরই বাড়ি ফিরে স্ত্রীকে বেধড়ক মারধর করেন পুরুষোত্তম...
ভোপাল: সাসপেন্ড করা হল স্ত্রীকে নিগ্রহের দায়ে অভিযুক্ত মধ্যপ্রদেশ পুলিশের এডিজি পুরুষোত্তম শর্মাকে। স্ত্রীকে নিগ্রহ করার সময়কার একটি ভিডিও প্রকাশ্যে আসার পরই, গোটা রাজ্যে শোরগোল পড়ে যায়। সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় পুরুষোত্তমকে। জবাব তলব করা হয়। সেই জবাব সন্তোষজনক না হওয়ায় সাসপেন্ড করা হল ডিজিকে।
সম্প্রতি, এক মহিলাকে নিগ্রহের একটি ভাইরাল ভিডিওকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভিডিওয় দেখা যায় এক মহিলাকে বেধড়ক মারধর করছেন এক ব্যক্তি। পরে প্রকাশ্যে আসে, যে ব্যক্তিকে মারধর করতে দেখা যায়, তিনি যে সে লোক নন, মধ্যপ্রদেশের এডিজি। নাম পুরুষোত্তম শর্মা। তাঁর বিরুদ্ধেই স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠে।
স্থানীয় সূত্রের খবর, ওই পুলিশ কর্তাকে অন্য এক মহিলার সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলেন তাঁর স্ত্রী। এরপরই বাড়ি ফিরে স্ত্রীকে বেধড়ক মারধর করেন পুরুষোত্তম। গোটা ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
সেই ভিডিও মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যসচিবের কাছে পাঠিয়ে বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান অভিযুক্তের ছেলে। তবে নিজের দোষ মানতে নারাজ এই পুলিশ কর্তা। তাঁর সাফাই, এটা পারিবারিক ঝামেলা। আমি একেবারেই হিংস্র নই। কোনও অপরাধ করিনি। দুর্ভাগ্যজনক ভাবে আমাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। ২০০৮ সালে অভিযোগ করেছিল বটে। কিন্তু তার পরেও আমার বাড়িতে থেকেছে। সবরকমের সুবিধা নিয়েছে আমার কাছ থেকে। আমার টাকায় বিদেশও গিয়েছে।
স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠতেই, পুলিশের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পুরুষোত্তম শর্মাকে। নিন্দায় সরব সমাজকর্মীরাও। অবশেষে, ডিজিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জবাব তলব করা হয়। আর এদিন সাসপেন্ড করা হল।