এক্সপ্লোর
মধ্যপ্রদেশ: ক্ষেত থেকে সরাসরি ৩০ হাজার টাকার পেঁয়াজ চুরির অভিযোগ
কিছুদিন আগেই খবর এসেছিল, পটনা থেকে লক্ষাধিক টাকার পেঁয়াজ চুরি গিয়েছে। বাংলার বিভিন্ন জায়গা থেকেও আসছে এমন খবর। এবার সরাসরি ক্ষেত থেকে পেঁয়াজ চুরির অভিযোগ।

মন্দসৌর: দেশজুড়ে চড়ছে পেঁয়াজের দাম। আশি থেকে একশ পেরিয়ে এখন পেঁয়াজের দাম দেড়শ ছুঁই ছুঁই। ক্রমেই মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে পেঁয়াজের দাম। কিছুদিন আগেই খবর এসেছিল, পটনা থেকে লক্ষাধিক টাকার পেঁয়াজ চুরি গিয়েছে। বাংলার বিভিন্ন জায়গা থেকেও আসছে এমন খবর। এবার সরাসরি ক্ষেত থেকে পেঁয়াজ চুরির অভিযোগ। মধ্যপ্রদেশের মন্দসৌরের এক চাষীর অভিযোগ, তার ক্ষেত থেকেই ৩০ হাজার টাকার পেঁয়াজ চুরি গেছে। ওই কৃষকের নাম জিতেন্দ্র কুমার। ১.৬ একর জমিতে জিতেন্দ্র পেঁয়াজ চাষ করেছিলেন। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। শুরু হয়েছে তদন্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















