Mukhtar Ansari Death: হৃদরোগে মৃত্যু জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টারের, কী অভিযোগ পরিবারের?
Mukhtar Ansari Died: অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যায় অপরাধজগত থেকে রাজনীতিতে পা রাখা মুখতার আনসারি।
নয়া দিল্লি: ছিলেন কুখ্যাত গ্যাংস্টার, তারপরে রাজনীতিতে পা রেখেও বজায় ছিল তাঁর দাপট। একাধিক মামলায় দীর্ঘদিন ধরেই জেলবন্দি ছিলেন এই মুখতার আনসারি। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে তাঁর। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত (Mukhtar Ansari Heart Attack) হয়ে মারা গিয়েছেন তিনি। অসুস্থতার কারণে এদিন সন্ধেয় তাঁকে বান্দা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।
সম্প্রতি জেলে তলপেটে ব্যথা হয় তাঁর। সেই কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। যদিও সেদিনই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। মুখতার আনসারির (Mukhtar Ansari Died) ভাই আফজল আনসারির অভিযোগ, তাঁর দাদাকে জেলেই বিষপ্রয়োগ করা হয়েছে।
মঙ্গলবার আফজন আনসারি অভিযোগ করেছিলেন, 'মুখতার বলেছিল ওঁকে জেলের মধ্যে বিষাক্ত খাবার দেওয়া হচ্ছে। এটা দ্বিতীয়বার হল। ৪০ দিন আগে ওঁকে বিষ দেওয়া হয়েছিল। আবার তাঁকে বিষ দেওয়া হয়েছে তার জন্য় ওঁর আবার শরীর খারাপ হয়েছে।'
Uttar Pradesh: Gangster-turned-politician Mukhtar Ansari passes away at Banda Medical College Hospital in Banda after he suffered a cardiac arrest. pic.twitter.com/J2BvVA79H2
— ANI (@ANI) March 28, 2024
মৃত্যুকালে মুখতার আনসারির (Mukhtar Ansari News) বয়স হয়েছিল ৬০ বছর। রাজনীতিতে পা রেখে পাঁচ বারের বিধায়ক হয়েছিলেন তিনি। মাউ সদর আসন থেকে জিতেছিলেন মুখতার। দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশ ও পঞ্জাবের বিভিন্ন জেলে বন্দি ছিলেন তিনি। ৬০টিরও বেশি ফৌজদারি মামলায় (Mukhtar Ansari Death News) অভিযুক্ত ছিলেন তিনি। ২০২২ এর সেপ্টেম্বর থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন আদালতে আটটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন মুখতার। বান্দা জেলে বন্দি ছিলেন।
গতবছর উত্তরপ্রদেশ পুলিশ ৬৬ জন গ্যাংস্টারের একটি তালিকা প্রকাশ করেছিল। সেখানে নাম ছিল মুখতার আনসারির (Mukhtar Ansari)। সূত্রের খবর, তাঁর পরিবারের তরফে আগে আশঙ্কাপ্রকাশ করা হয়েছিল যে ভুয়ো এনকাউন্টারে মারা হতে পারে মুখতার আনসারিকে।
পিটিআই সূত্রের খবর, মুখতার আনসারির মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের বাইরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা উত্তরপ্রদেশ জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ২০০০-এর নোট নিয়ে বড় ঘোষণা RBI-এর! কী হবে ১ এপ্রিল?