Mumbai Monorail : ফের যান্ত্রিক ত্রুটি, বিকল মোনোরেল, ঝুলন্ত অবস্থায় থেমে গেল ভিড়ে ঠাসা কামরা, চরম আতঙ্ক
মনো রেলেটি চলতে চলতে বন্ধ হয়ে যায়। ঝুলন্ত কামরায় আটকে পড়েন শয়ে শয়ে যাত্রীরা। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

মুম্বই: মুম্বইয়ে ভয়াল বৃষ্টি। তারই মধ্যে ফের ঘটল মনো রেল বিভ্রাট। এবার আরও ভয়ঙ্কর ছবি। যান্ত্রিক ত্রুটির ফলে ওয়াডালাগামী মনো রেলেটি চলতে চলতে বন্ধ হয়ে যায়। ঝুলন্ত কামরায় আটকে পড়েন শয়ে শয়ে যাত্রীরা। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
এরপর চেম্বুর থেকে আরেকটি ট্রেন এনে দমকলের সাহায্যে যাত্রীদের উদ্ধার করা হয়। যান্ত্রিক গোলযোগে এই ঘটনা বলে মনো রেল কর্তৃপক্ষ জানিয়েছে। গত অগাস্টেও মুম্বইয়ে মনো রেল আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। বারবার কেন এই গোলযোগ? প্রশ্ন তুলছেন যাত্রীরা। এক মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার মুম্বইয়ে মনোরেল বিকল হয়ে গেল। এমএমআরডিএ-র জনসংযোগ কর্মকর্তা (পিআরও) জানিয়েছেন, ওয়াডালায় মনোরেলটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। তাই দাঁড়িয়ে যায় মেট্রোটি। তড়িঘড়ি ১৭ জন যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে এখনও পর্যন্ত। সকাল ৭:৪৫ মিনিটে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।
গত ১৯ অগাস্টও এই ধরনের একটি ঘটনা ঘটে। মুম্বইয়ের মহীশূর কলোনি স্টেশনের কাছে একটি মনোরেলে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বিভ্রাট ঘটে। এর ফলে মোনোরেলটি বিকল হয়ে যায়। বিদ্যুৎ বিভ্রাটের জেরে প্রায় বহুক্ষণ একই জায়গায় আটকে থাকে ট্রেনটি। সেবারও যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে অসুস্থ বোধ করেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিতে হয়। পরে বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশন (বিএমসি), দমকল বিভাগের কর্মীরা এবং পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায়। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) এর মুম্বই ফায়ার ব্রিগেড ৫৮২ জন যাত্রীকে উদ্ধার করে। কেন বারবার এই ঘটনা? প্রশ্নের মুখে মোনোরেলের যাত্রী সুরক্ষা। মুম্বইয়ে বহু মানুষ এই পরিষেবার উপর নির্ভরশীল। তাঁরাও এবার আতঙ্কিত। কেন এ ধরনের ঘটনা ঘটছে, যান্ত্রিক ত্রুটি হলেই বা বারবার কেন, উঠছে প্রশ্ন।
#WATCH | Maharashtra: The monorail that came to a halt in Wadala area of Mumbai this morning due to technical glitches, continues with its onward journey, after the glitches were fixed.
— ANI (@ANI) September 15, 2025
MMRDA PRO says, "17 passengers were evacuated after a technical glitch happened in the… pic.twitter.com/jfqzUZFs6F






















