এক্সপ্লোর
Advertisement
‘সংশোধিত’ ভোটার আই কার্ডে নিজের বদলে কুকুরের মুখ! ‘ইচ্ছাকৃত’, নির্বাচন কমিশনের বিরুদ্ধে মানহানির মামলা করতে চান মুর্শিদাবাদের বাসিন্দা
কোনও কোনও মহলের ধারণা, ভবিষ্যতে কোনও এক সময় জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) তৈরির প্রক্রিয়া চালানো হতে পারে, এহেন জল্পনা, আশঙ্কের মধ্যেই রাজ্যব্যাপী যে আতঙ্ক, উত্কন্ঠার পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলেই হয়তো এমন ভুল।
কলকাতা: এমনটা হতে পারে বোধহয় স্বপ্নেও ভাবেননি সুনীল কর্মকার। মুর্শিদাবাদের বেওয়ার রামনগর গ্রামের ৬৪ বছরের সুনীলবাবুর সম্প্রতি চক্ষু চড়কগাছ হয়েছে তাঁর ভোটার পরিচয়পত্রে নিজের ছবির বদলে কুকুরের মুখ দেখে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকতে চলেছেন তিনি।
সুনীলবাবু বলেছেন, আমার ভোটার আই কার্ডে অনেকগুলি ভুল থাকায় সংশোধনের আবেদন করেছিলাম। ভুল সংশোধনের পর যে ‘সঠিক’ কার্ড পেলাম, তাতে তথ্য ঠিকই আছে, কিন্তু আমার ছবি সরিয়ে বসানো হয়েছে কুকুরের মুখ! তাঁর মতে, ইচ্ছাকৃত এই ভুল, তাঁকে জনসমক্ষে হেয় করাই এর উদ্দেশ্য। তিনি বলেছেন, আমার কার্ড দেখে লোকে হাসি-ঠাট্টা করছে। নির্বাচন কমিশনকে আদালতে টেনে নিয়ে যাব।
WB: Sunil Karmakar, a resident of Ramnagar village in Murshidabad,says he had applied for a correction in his voter ID&when he received a revised ID,it had a dog's photo instead of his own. BDO says "Photo has already been corrected. He'll get final ID with correct photo."(04.03) pic.twitter.com/c9Ba9uybOP
— ANI (@ANI) March 4, 2020
এদিকে ভোটার পরিচয়পত্রে ভুল সংশোধন প্রক্রিয়ায় যুক্ত এক সরকারি কর্মী জানিয়েছেন, এই ত্রুটি আগেই চোখে পড়েছিল, কিন্তু কী করে সেটাই থেকে গেল, তা জানেন না। তিনি বলেছেন, খসড়া ভোটার তালিকা বেরনোর পর কুকুরের ছবিটা নজরে এসেছিল। কর্মকারবাবুর বাড়ি গিয়ে ওনার ছবি জোগাড় করে নিয়ে আসি। কিন্তু কী করে কুকুরের ছবি সহ ভোটার কার্ড ছেপে বেরিয়ে গেল, বুঝতে পারছি না।
কোনও কোনও মহলের ধারণা, ভবিষ্যতে কোনও এক সময় জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) তৈরির প্রক্রিয়া চালানো হতে পারে, এহেন জল্পনা, আশঙ্কের মধ্যেই রাজ্যব্যাপী যে আতঙ্ক, উত্কন্ঠার পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলেই হয়তো এমন ভুল। এক মুর্শিদাবাদেই ২২টি বিধানসভা এলাকায় গত কয়েক মাসে নতুন ভোটার কার্ড তৈরি সহ কার্ডের ভুল সংশোধনের অসংখ্য আবেদন জমা পড়েছে। আগেভাগে ঠিকঠাক ভোটার কার্ড হাতে পাওয়ার জন্য প্রশাসনের দপ্তরে প্রতিদিন হত্যে দিয়ে পড়ে থাকছে লোকজন। সরকারি কর্মীদের ছুটিছাটা বাতিল হয়েছে।
সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, সুনীলবাবুর ভোটার কার্ডে কুকুরের ছবি থাকা নিয়ে ফরাক্কার ব্লক ডেভেলপমেন্ট অফিসার রাজর্ষি চক্রবর্তী জানিয়েছেন, তাঁকে হেয় করতে ইচ্ছে করেই এটা করা হয়েছে, সুনীলবাবুর এই অভিযোগ খতিয়ে দেখা হবে। এপ্রিলেই তিনি নতুন কার্ড পাবেন। আর কার্ড তৈরির প্রক্রিয়ায় জড়িত সরকারি কর্মীদের শো কজ করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement