এক্সপ্লোর
Advertisement
Shopian Kashmiri Pandit: বরফ ডিঙিয়ে কাশ্মীরি পণ্ডিতের মৃতদেহ বাড়িতে পৌঁছলেন মুসলিম যুবক, হাত মেলালেন সৎকারেও
ঘটনা কাশ্মীরের সোপিয়ানের। শনিবার শ্রীনগরের হাসপাতালে মৃত্যু হয় ৬০ বছর বয়সি ভাস্কর নাথের। কয়েকদিন আগে তাঁর শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসা চলাকালীন হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
শ্রীনগর: প্রচন্ড তুষারপাতে ঢেকেছে একাধিক এলাকা। হাঁটু পর্যন্ত মোড়া বরফের চাদর। এহেন প্রাকৃতিক দুর্যোগে প্রতিবেশীর পাশে দাঁড়ালেন আরেক প্রতিবেশী। আর এতেই সৌহার্দ্যের নজির তৈরি করল কাশ্মীরের যুবক।
সারা দেশে জুড়ে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। গত দেড় বছর ধরে পরিস্থিতি বদল হয়েছে কাশ্মীরেও। বিশেষ মর্যাদা তুলে নিয়েছে সরকার। তা নিয়ে কম চাপানউতোর হয়নি। কিন্তু আর এই আবহে সম্প্রীতির অনন্য নজির দেখা গেল জম্মু কাশ্মীরে। বরফাবৃত শ্রীনগরের রাস্তা পেরিয়ে কাশ্মীরি পণ্ডিতের মৃতদেহ নিয়ে গেলেন মুসলিম যুবক।
ঘটনা কাশ্মীরের সোপিয়ানের। শনিবার শ্রীনগরের হাসপাতালে মৃত্যু হয় ৬০ বছর বয়সি ভাস্কর নাথের। কয়েকদিন আগে তাঁর শরীর খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসা চলাকালীন হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। এদিকে বরফে ঢেকে গিয়েছে কাশ্মীরের একাধিক এলাকা। অ্যাম্বুলেন্সে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। সেই অবস্থায় এগিয়ে আসে পণ্ডিত পরিবারের প্রতিবেশী। মুসলিম যুবক কাঁধে তুলে নেন কাশ্মীরি পণ্ডিতের মৃতদেহ।
জানা গিয়েছে, প্রায় ৫ কিলোমিটার পথ পেরিয়ে ওই ব্যক্তির তাঁর বাড়িতে নিয়ে যান মুসলিম যুবক। বরফের মোটা পরত ভেদ করে মৃতদেহ নিয়ে শোপিয়ানে যান ওই ব্যক্তি। শুধু তাই নয়, ভাস্কর নাথের শেষযাত্রায় সামিল হন ওই ব্যক্তি সহ তাঁর পরিবার। স্থানীয়রা জানিয়েছেন, সংশ্লিষ্ট অঞ্চলে একসঙ্গে বহু কাশ্মীরি পণ্ডিত এবং মুসলিম পরিবার একসঙ্গে থাকেন। যৌথ পরিবারের মতো থাকেন তাঁরা। সমাজে তাঁরা সমানভাবেই থাকেন। প্রত্যেকের কাছে ভাস্কর নাথের মৃত্যু আকস্মিক। কাশ্মীরের রাজৌরি, রামদান, অনন্তনাগ, কুলগাম, কার্গিল জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement