মুসলিমদের ১৫০টা দেশ আছে, হিন্দুদের জন্য শুধু ভারত: বিজয় রূপানি
সবরমতী আশ্রমে সিএএ-সমর্থনে আয়োজিত একটি জনসভায় বক্তব্য রাখছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী।
নয়াদিল্লি: মুসলিমরা ১৫০টি দেশের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারেন। ভারত হল হিন্দুদের একমাত্র দেশ। সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে এমনটাই দাবি করলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। সবরমতী আশ্রমে সিএএ-সমর্থনে আয়োজিত একটি জনসভায় বক্তব্য রাখছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। সেখানেই আইনের বিরোধিতা করায় কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি। সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ধর্মীয় গোড়াঁমির শিকার হয়ে ভারতে পালিয়ে আসা আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এখানে নাগরিকত্ব দেওয়া হবে। কংগ্রেসের বিরুদ্ধে মহাত্মা গাঁধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ইচ্ছাকে সম্মান না করতে পারার অভিযোগও তোলেন রূপানি। বলেন, ১৯৪৭ সালে পাকিস্তানে ২২ শতাংশ হিন্দু ছিল। এখন তা কমে ৩ শতাংশ হয়েছে। বাংলাদেশের হিন্দু জনসংখ্যা ২ শতাংশে নেমে গিয়েছে। রূপানির দাবি, ওই সব দেশে হিন্দুরা লাগাতার ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন। তাই হিন্দুরা এদেশে চলে আসছেন। এই কাজ এতদিন কংগ্রেসের করা উচিত ছিল। তা তারা করেনি। এখন আমরা যখন করছি, তখন ওরা বিরোধ করছে।