Narendra Modi: ভারতে ৬০ হাজার কোটি বিনিয়োগ করবে জাপান, চন্দ্র অভিযানেও সাহায্যের হাত!
Modi Japan Visit: প্রতিরক্ষা এবং মহাকাশ মিশনগুলিতেও অর্থনৈতিক অংশীদারিত্বকে বৃদ্ধি করে ১০ বছরের রোডম্যাপ সহ বেশ কয়েকটি বড় চুক্তি স্বাক্ষর করেছে।

নয়া দিল্লি: দু'দিনের জাপান সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। মার্কিন শুল্ক নীতির নিয়ে ভারতের সঙ্গে আমেরিকার দ্বন্দ্ব আবহে এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করছে ওয়াকিবহাল মহল। এরই মধ্যে জাপানের তরফে বলা হয়েছে, আগামী এক দশক ভারতে প্রায় প্রায় ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলছে তারা।
প্রতিরক্ষা এবং মহাকাশ মিশনগুলিতেও অর্থনৈতিক অংশীদারিত্বকে বৃদ্ধি করে ১০ বছরের রোডম্যাপ সহ বেশ কয়েকটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাৎ হয় নরেন্দ্র মোদির।
বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, ”আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ‘নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য অংশীদারিত্ব’ শীর্ষক একটি যৌথ বিবৃতিও আজ জারি করা হয়েছে। দুই নেতাই এক উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি তাঁদের অঙ্গীকারের কথা জানিয়েছেন। মোদি আরও একবার নিশ্চিত করে জানিয়েছেন যে জাপান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছে।”
দু' দিনের সফরে গিয়ে বুলেট ট্রেনে চড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টোকিও থেকে সেন্ডাই পর্যন্ত এই সফরে তাঁর সঙ্গী ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।
Productive outcomes during a productive visit.
— Narendra Modi (@narendramodi) August 30, 2025
May India-Japan friendship scale newer heights in the times to come! https://t.co/hznUvNy9K6
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত ও জাপানের মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, সেমি-কনডাক্টর-সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করবে জাপান। আজ জাপান সফর শেষ করে চিনের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। চিনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দেওয়ার কথা নরেন্দ্র মোদির।
প্রসঙ্গত, এই চুক্তিটি এমন এক সময়ে হয়েছে, যখন বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির কারণে অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ছে। উভয় নেতা সরাসরি যুক্তরাষ্ট্রের নাম না নিলেও, আন্তর্জাতিক ব্যবস্থা শক্তিশালী করার এবং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার ওপর জোর দিয়েছেন।






















