এক্সপ্লোর
Advertisement
কোভিড ১৯ মোকাবিলায় মোদির দেখানো পথেই চলবে দেশ, বললেন বিজেপি সভাপতি
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকরও প্রধানমন্ত্রী করোনাভাইরাস সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করায় দেশবাসীকে সতর্ক, সচেতন থাকার আবেদন করেছেন বলে জানিয়ে আশা প্রকাশ করেন যে, তাঁর দেখানো পথই দেশবাসী অনুসরণ করবেন।
নয়াদিল্লি: ভারতের ‘কোভিড যোদ্ধারা’ করোনাভাইরাস প্রতিরোধের লড়াইয়ে দৃষ্টান্তমূলক নিষ্ঠার পরিচয় দিয়েছেন বলে জানালেন জে পি নড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেছেন, এই অতিমারীর সঙ্গে যুদ্ধে নেমে আমাদের কোভিড যোদ্ধারা দেশের হয়ে নিষ্ঠা, সেবার উদাহরণ তৈরি করেছেন। নিজের মন কী বাত ভাষণে দেশের প্রত্যেককে ওঁদের সমর্থন করতে, উত্সাহ দিতে আবেদন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ভারত সরকার covidwarriors.gov.in চালু করেছে। দেশের নাগরিকদের কোভিড-১৯ মোকাবিলায় তাঁদের ক্ষমতা, শক্তি গড়ে তোলার সুযোগ করে দেবে এই সাইট।
In this pandemic, our COVID warriors have shown exemplary dedication for their country. Our Hon PM has urged everyone to support & encourage them.
GoI has launched https://t.co/KHKbQLRV7d. It’ll give opportunities to individuals to develop their capabilities to combat COVID-19.
— Jagat Prakash Nadda (@JPNadda) April 26, 2020
রবিবারের মন কী বাত মাসিক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো রাস্তাই দেশবাসী করোনাভাইরাস মোকাবিলায় অনুসরণ করবেন বলেও দাবি করেন নড্ডা। আরেক শীর্ষ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকরও প্রধানমন্ত্রী করোনাভাইরাস সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করায় দেশবাসীকে সতর্ক, সচেতন থাকার আবেদন করেছেন বলে জানিয়ে আশা প্রকাশ করেন যে, তাঁর দেখানো পথই দেশবাসী অনুসরণ করবেন। জাভরেকর আরও বলেন, মানুষ শৃঙ্খলা মানলে এই অতিমারীকে দমন করা যাবে এবং প্রধানমন্ত্রী এটাই বলেছেন। প্রধানমন্ত্রী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইকে ‘জনগণ চালিত’ বলে মন্তব্য করেছেন বলেও জানান জাভরেকর।
রবিবার প্রধানমন্ত্রী ‘জনগণ দ্বারা চালিত’ কোভিড-১৯ বিরোধী লড়াইকেই এই অতিমারীকে জয় করার একমাত্র পথ বলে জানান, দেশবাসীকে বলেন, তাঁদের বসবাস বা কাজের জায়গায় করোনাভাইরাস এখনও দেখা যায়নি বলে তাঁরাও আক্রান্ত হবেন না, এমন আত্মসন্তুষ্টিতে যেন তাঁরা না ভোগেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement