এক্সপ্লোর
Advertisement
ছ বছরের বোনকে শ্লীলতাহানি থেকে রক্ষা করল ১০ বছরের দিদির উপস্থিত বুদ্ধি !
নয়াদিল্লি: সম্প্রতি নাবালিকারা হয়ে গেছে লোলুপ, লালসা প্রিয় মানুষের 'সফট টার্গেট'। কিন্তু ১০ বছরের দিদির উপস্থিত বুদ্ধির জোরে কোনওক্রমে যৌন হয়রানি থেকে বেঁচে গেল তার ছ বছরের ছোট বোন।
পিম্পিরিতে প্রজাতন্ত্র দিবসের দিন নিজের বাড়ির বাইরে বসে খেলছিল দুই বোন। সেসময় হঠাৎই ৫৪ বছরের প্রতিবেশী যশবর্ধন গোপাল দুই বোনের কাছে এসে ছ বছরের মেয়েটিকে একটি চকোলেট দেয়। চকোলেট দিয়ে বাচ্চাটিকে বলে, তার সঙ্গে তার বাড়িতে যেতে। বড় বোনের সন্দেহ হওয়ায়, সে সোজা দুজনের পিছু নেয়। মেয়েটি দেখে যশবর্ধন ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। তখন ছুটে জানলার কাছে গিয়ে সে দেখে ছোট বোনকে শ্লীলতাহানির চেষ্টা করছে তাদের প্রতিবেশী।
বড় বোন চিত্কার করায়, শিশুটিকে ছেড়ে দেয় ওই ব্যক্তি। পরে বাচ্চা দুটি বাড়ি এসে বাবা-মাকে সব কথা জানায়। এরপর থানায় গিয়ে বাচ্চা দুটির মা-বাবা অভিযোগ জানালে, সে রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৩৫৪ ধারায় পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement