এক্সপ্লোর
Advertisement
মাওবাদী-দমনে ১৩ নতুন ব্যাটালিয়ন গঠনে সায় কেন্দ্রের
নয়াদিল্লি: মাওবাদী দমনে আরও ১৩টি নতুন পুলিশ ব্যাটালিয়ন গঠন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর মধ্যে একটি ব্যাটালিয়ন গঠন হবে মাও-অধ্যুষিত অঞ্চলের উপজাতি সম্প্রদায়ের যুবাদের নিয়ে।
সাময়িক স্থিমিত থাকার পর ফের মাথাচাড়া দিচ্ছে মাওবাদী সমস্যা। সেই দিক বিচার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটি মাও-অধ্যুষিত অঞ্চলগুলির জন্য ১২টি রিজার্ভ পুলিশ ব্যাটালিয়ন গঠন করার অনুমোদন দিয়েছে।
এর মধ্যে চারটি গঠন হবে ছত্তিসগড়ে, ঝাড়খণ্ড ও ওড়িশায় হবে তিনটি করে এবং মহারাষ্ট্রে হবে দুটি। কমিটির সুপারিশ, ব্যাটালিয়নে কনস্টেবল পদের তিন-চতুর্থাংশই গঠন হবে দেশের ২৭টি মাওবাদী-কবলিত জেলায় বসবাসকারী যুবাদের নিয়ে।
এর জন্য বয়স ও শিক্ষাগত যোগ্যতায় ছাড় দেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি, ছত্তিশগড়ের বস্তার জেলার যুবকদের নিয়ে কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআরপিএফ-এর একটি পৃথক ‘বস্তারিয়া’ ব্যাটালিয়নও গঠন করা হবে। এই ব্যাটালিয়নের সর কনস্টেবল মাওবাদী-অধ্যুষিত (অবিভক্ত বস্তার অঞ্চলের) সুকমা, দান্তেওয়াড়া, নারায়ণপুর এবং বিজাপুর থেকে নিয়োগ করা হবে।
অন্যদিকে, পূর্বেই অনুমোদন পাওয়া রিজার্ভ ফোর্সের ২টি ব্যাটালিয়নকে সিআরপিএফ-এর অতিরিক্ত বাহিনী হিসবে অন্তর্ভুক্ত করা হবে। এর জন্য ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের ১৫টি মাওবাদী-অধ্যুযিত অঞ্চলের যুবাদের নিয়োগ করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement