এক্সপ্লোর
Advertisement
ভারতের হারে উল্লাস, বাজি, পাকিস্তানের পক্ষে স্লোগান: মধ্যপ্রদেশে গ্রেফতার ১৫, রাষ্ট্রদ্রোহিতা মামলা
নয়াদিল্লি: রবিবার লন্ডনে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে পাকিস্তানের জয়ে রাস্তায় নেমে নাচানাচি, উল্লাস প্রকাশ করার অভিযোগে মধ্যপ্রদেশের বুরহানপুরে ১৫ জনকে গ্রেফতার করল পুলিশ।
রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে।
বুরহানপুর থেকে প্রায় ২৪ কিমি দূরে মোহাদে তারা রবিবার রাতে পাকিস্তানের হয়ে স্লোগান দিচ্ছিল, পাকিস্তান জেতায় আনন্দে বাজি ফাটাচ্ছিল বলে অভিযোগ পেয়েছে পুলিশ। গতকাল তাদের গ্রেফতার করা হয়।
সাহরানপুর থানার পুলিস ইনসপেক্টর সঞ্জয় পাঠক জানান, স্থানীয় এক বাসিন্দা পাকিস্তান ভারতকে হারানোর পর কিছু লোক খুশিতে রাস্তায় নেমে বাজি পোড়াচ্ছে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে বলে অভিযোগ জানান। পুলিশ অভিযোগ খতিয়ে দেখে ১৫ জনের জড়িত থাকার প্রমাণ পায়। সবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি ও ১২৪ এ ধারায় মামলা রুজু করা হয়েছে।
অভিযুক্তদের বয়স ১৯ থেকে ৩৫-এর মধ্য়ে। আজ তাদের স্থানীয় আদালতে তোলা হয়। তারা জামিন চেয়েছিল। কিন্তু সেই আর্জি খারিজ করে আদালত। আদালতের নির্দেশে খান্ডোয়া জেলে পাঠানো হয়েছে তাদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement