এক্সপ্লোর
Advertisement
ছত্তিশগড়ে নকশালদের সঙ্গে এনকাউন্টারে হত ২ সিআরপিএফ জওয়ান, গুলিযুদ্ধের মধ্যে পড়ে মৃত্যু নাবালিকার
সিআরপিএফের টহলদার দলটি কেশকুতুলের ক্যাম্প থেকে বৈরামগড়ের দিকে এগোচ্ছিল। কেশকুতুলের ভিতর দিয়ে যাওয়ার সময় সশস্ত্র নকশালরা তাদের ওপর হামলা করে, দুপক্ষের গুলিযুদ্ধ শুরু হয় বলে জানান পটেল। বলেন, এএসআই মধু পটেল ও হেড কনস্টেবল তাজু ওটি নিহত হন গুলির লড়াইয়ে। মদন পাল নামে আরেক এএসআই জখম হন।
বিজাপুর: নকশালদের সঙ্গে এনকাউন্টারে দুজন সিআরপিএফ জওয়ান নিহত, একজন জখম হলেন ছত্তিশগড়ের বিজাপুরে। বিজাপুরের পুলিশ সুপার দিব্যাং পটেল জানান, আধাসামরিক বাহিনীর ১৯৯ ব্যাটালিয়নের একটি দল শুক্রবার সকালে মোটরসাইকেলে চেপে এলাকায় প্রভাব বাড়ানোর অভিযানে গিয়েছিল। কেশকুতুল গ্রামে একটি কালভার্টের কাছে তাদের সঙ্গে গুলির লড়াই হয় নকশালদের। গোলাগুলির মাঝখানে পড়ে গিয়ে দুটি মেয়ের একজন মারা যায়, আরেকজন জখম হয় বলে পুলিশ জানিয়েছে।
সিআরপিএফের টহলদার দলটি কেশকুতুলের ক্যাম্প থেকে বৈরামগড়ের দিকে এগোচ্ছিল। কেশকুতুলের ভিতর দিয়ে যাওয়ার সময় সশস্ত্র নকশালরা তাদের ওপর হামলা করে, দুপক্ষের গুলিযুদ্ধ শুরু হয় বলে জানান পটেল। বলেন, এএসআই মধু পটেল ও হেড কনস্টেবল তাজু ওটি নিহত হন গুলির লড়াইয়ে। মদন পাল নামে আরেক এএসআই জখম হন। এনকাউন্টারের মধ্যেই একটি মালবাহী গাড়িতে থাকা দুটি নাবালিকার গুলি লাগে। একজনের মৃত্যু, আরেকজন আহত হয় বলে জানান পুলিশ সুপার।
ঘটনাস্থলে বাহিনী পাঠানো হয়েছে ও আহতদের বৈরামগড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। এনকাউন্টার স্থলে তল্লাসির সময় দুটি প্রেসার ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) পাওয়া গিয়েছে।
আরেক পুলিশকর্তা জানান, গুলির লড়াইয়ের সময় নিরাপত্তা বাহিনীর একটি একে-৪৭ রাইফেল, চারটি ম্যাগাজিন, একটি বুলেটপ্রুফ জ্যাকেট, একটি ওয়ারলেস সেটও লুঠ করে নকশালরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement