এক্সপ্লোর
Advertisement
LIVE: শ্রীনগরে বিএসএফ ছাউনিতে জঙ্গি হানা, শহিদ ১ বিএসএফ আধিকারিক, খতম ৩ জঙ্গি
শ্রীনগর:# শ্রীনগরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হলেন এক বিএসএফ আধিকারিক। শহিদের নাম এ কে সিংহ, তিনি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। উল্টোদিকে নিকেশ হয়েছে আরও এক জঙ্গি। সব মিলিয়ে এখনও পর্যন্ত খতম জঙ্গির সংখ্যা ৩।
# যে তিনতলা বাড়িতে জঙ্গিরা ঘাঁটি গেড়েছে সেটি উড়িয়ে দেওয়ার তোড়জোড় চলছে।
# খতম আরও এক জঙ্গি।
# সেনা জানাচ্ছে, জঙ্গিদের লক্ষ্য ছিল বিমানবন্দরে হামলা চালানোর। সেখানে ঢুকতে না পেরে তারা হানা দেয় পাশের বিএসএফ ছাউনিতে।
# শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে জঙ্গি হানার প্রেক্ষিতে জরুরি বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। বেলা ১০টা শুরু হয় এই বৈঠক। আছেন স্বরাষ্ট্র সচিব, র ও আইবি কর্তারা।
সূর্যের আলো ফোটেনি তখনও। আজ ভোর সাড়ে চারটে নাগাদ শ্রীনগরের গোগো হুমহুমা এলাকায় বিএসএফ ছাউনিতে আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা। ১ অফিসার ও ২ জওয়ান এতে আহত হয়েছেন। ভেতরে পড়ে রয়েছে ১ জঙ্গির দেহ।
শ্রীনগর বিমানবন্দরের খুব কাছে বায়ুসেনা স্টেশনের ভেতর এই ১৮২ নম্বর ব্যাটেলিয়নের ছাউনি। কাছে আইটিবিপি আর সিআরপিএফেরও ছাউনি। জানা গিয়েছে, ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, চলছে গুলি। ছাউনির মধ্যেই একটি বাড়িতে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। বাড়িটি ঘিরে ফেলেছে বিএসএফ। হামলার জেরে বন্ধ করে দেওয়া হয় শ্রীনগর বিমানবন্দর। বিমানবন্দরে যাওয়ার সব কটি রাস্তা সিল করে দেওয়া হয়। বাতিল হয় সবকটি ভোরের উড়ান। যদিও এখন বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে।
জৈশ ই মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। ক্যাম্পে হানা দিয়েছে ৪-৫ জন জঙ্গি। শোনা যাচ্ছে, যখন তারা ছাউনিতে ঢোকার চেষ্টা করছিল, তখনই বিএসএফ এক জঙ্গিকে মেরে ফেলে।
১৭ বছর আগে ২০০০ সালে শ্রীনগর বিমানবন্দরে জঙ্গি হামলার চেষ্টা হয়। বিস্ফোরক বোঝাই গাড়ি বিমানবন্দরের ভেতরে নিয়ে যেতে চেষ্টা করে জঙ্গিরা, বিস্ফোরণও হয়। জৈশ ছিল সেই হামলার সঙ্গেও যুক্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement