এক্সপ্লোর

ঘূর্ণিঝড় ভরদা: মৃতের সংখ্যা বেড়ে ২০, উদ্ধারকার্যের তদারকিতে রাজনাথ

চেন্নাই ও নয়াদিল্লি: ঘূর্ণিঝড় ‘ভরদা’-য় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০। সাইক্লোনের প্রকোপে পড়া ২ রাজ্যে ত্রাণ ও উদ্ধারকার্যের ওপর নজর রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

ঘূর্ণিঝড় ‘ভরদা’-র তাণ্ডবের পর ছন্দে ফেরার চেষ্টা করছে তামিলনাড়ু। গতকাল ঘূর্ণিঝড়ের দাপটে মৃত্যু হয়েছে ১০ জনের। এদিন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশে মারা গিয়েছেন ২ জন।

তামিলনাড়ুর এক শীর্ষ কর্তা জানান, চেন্নাই ও তিরুভাল্লুরে পাঁচজন করে মারা গিয়েছেন। কাঞ্চীপূরমে চারজন মারা গিয়েছেন, তিরুবন্নামালিতে মারা গিয়েছেন ২ জন এবং নাগাপট্টিনাম ও বিল্লুপুরমে মারা গিয়েছেন একজন করে। অন্ধ্রপ্রদেশের চিত্তুরে মারা গিয়েছেন ২ জন।

উপকূলবর্তী এলাকা থেকে প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে, চেন্নাই শহরজুড়ে এখনও ধ্বংসের ছবি। উপড়ে পড়েছে বহু গাছ। বন্ধ রাস্তা। লন্ডভন্ড বাড়িঘর। রাস্তায় পড়ে বড় বড় বিলবোর্ড।

এখনও বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন। নিচু এলাকাগুলি জলমগ্ন। তবে বৃষ্টি কমেছে। সকাল থেকে ফের শুরু হয়েছে বিমান চলাচল। দু'-একটি করে ট্রেন ও বাস চলাচল করছে।

পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন শীর্ষে পর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী ও পনীরসেলভম। ঝড়-বিধ্বস্ত অঞ্চলগুলিকে স্বাভাবিক করার সব রকম চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন। বিশেষ করে, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ ও টেলি যোগাযোগকে ঠিক করার ওপর জোর দেওয়া হচ্ছে।

তামিলনাড়ুতে তাণ্ডব চালানোর পরে অন্ধ্রপ্রদেশ হয়ে ভরদা এগোচ্ছে কর্নাটকের দিকে। সে রাজ্যেও জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, স্থলভূমিতে আছড়ে পড়ার পর শক্তিক্ষয় হয়েছে ‘ভরদা’-র। কর্ণাটকে তার ক্ষমতা অনেকটাই কম হবে বলে মনে করছেন আবহবিদরা।

এদিকে, ঘূর্ণিঝড় ‘ভরদা’-র ওপর নজর রেখে চলেছে কেন্দ্রীয় সরকারও। এদিন শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহঋষি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শীর্ষ কর্তা সহ স্বরাষ্ট্রমন্ত্রকের বিভিন্ন পদাধিকারীরা।

এনডিআরএফ ডিজি আর কে পচনন্দা জানান, ২৬৮ জন বিশিষ্ট ৮টি উদ্ধারকারী দল ২৯টি নৌকো নিয়ে তামিলনাড়ুতে রয়েছে। পাশাপাশি, ১০৮ জন কে নিয়ে এনডিআরএফ-এর আরও তিনটি দল ১৫টি নৌকো নিয়ে চেন্নাইতে মোতায়েন রয়েছে।

এছাড়া, ২০৫ জন বিশিষ্ট ৬টি দল অন্ধ্রপ্রদেশে মোতায়েন রয়েছে। তাদের সঙ্গে রয়েছে ২০টি নৌকো। জানা গিয়েছে, এদিন সকাল থেকেই চেন্নাই বিমানবন্দর থেকে বিমানের ওঠানামা শুরু হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় সংস্থাগুলির কাজে প্রশংসা করেন রাজনাথ।

কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী,  তামিলনাড়ুতে ১৩,৫৭৮ জনকে নিরাপদে সরানো হয়েছে। ঘর ভেঙেছে ৫৫টি, গাছ পড়েছে ৯,১৫৪টি, বৈদ্যুতিন বাতিস্তম্ভ উপড়েছে ৫২০০, ৭১টি ট্রান্সফর্মারের ক্ষতি হয়েছে এবং ৩১২ রাস্তা আটকে গিয়েছে।

অন্যদিকে, অন্ধ্রে প্রায় ১১ হাজার মানুষকে শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। ৩৯১ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২টি গাছ পড়েছে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Jalpaiguri News: দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
Delhi Doctor Murder Update : ‘খুন করতে পারলে মেয়ের সঙ্গে বিয়ে দেব’, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
New Star in Sky: রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকেও
রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকেও
Posthumous Reproduction: ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
Advertisement
ABP Premium

ভিডিও

SSKM Hospital: নতুন সাফল্য পেল SSKM | এই প্রথম সরকারি হাসপাতালে IVF পদ্ধতিতে কন্যা সন্তানের জন্ম দিলেন মহিলা | ABP Ananda LIVEJaynagar: আমরা পুলিশের অপরাধমূলক অবহেলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি', মন্তব্য প্রাক্তন SUCI বিধায়কের।RG Kar Protest: দোষী সাব্যস্ত ইন্টার্নরা হস্টেলে থাকতে পারবেন না, সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের বৈঠকে | ABP Ananda LIVERG Kar Protest: পুজোর মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা, প্রথম দফায় আমরণ অনশনে ৬জন জুনিয়র ডাক্তাররা | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jalpaiguri News: দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
Delhi Doctor Murder Update : ‘খুন করতে পারলে মেয়ের সঙ্গে বিয়ে দেব’, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
New Star in Sky: রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকেও
রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকেও
Posthumous Reproduction: ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
Madhabi Puri Buch: ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে পক্ষপাতিত্ব? আদানিদের বিরুদ্ধে তদন্তে ঢিলেমির অভিযোগ, SEBI প্রধানকে তলব করল PAC
ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে পক্ষপাতিত্ব? আদানিদের বিরুদ্ধে তদন্তে ঢিলেমির অভিযোগ, SEBI প্রধানকে তলব করল PAC
Malda News: গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে জমি, ফের নদী ভাঙন মালদায়, আতঙ্কে স্থানীয়রা
গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে জমি, ফের নদী ভাঙন মালদায়, আতঙ্কে স্থানীয়রা
Junior Doctors Protest: ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
RG Kar Case : 'দুর্গাপুজো? সে তো অনেক খরচ' ! মেয়ে বলেছিল, 'সব পারব মা', ঘরভরা শূন্যতার মাঝে ডুকরে উঠলেন মা
ঠাকুরঘরে মা দুর্গার শাড়ি, এবারও বায়না হয়ে গিয়েছিল ঢাকির, এখন শুধুই ঘরভরা শূন্যতা-হাহাকার
Embed widget