উদ্ধার ভুয়ো আধার, জঙ্গি-যোগ সন্দেহে ত্রিপুরায় গ্রেফতার ২৪ বাংলাদেশি যুবক, জেরা করবে এনআইএ
আগরতলা: জঙ্গি-যোগ সন্দেহে ২৪ জন বাংলাদেশি যুবককে বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ।
জানা গিয়েছে, সকলের কাছ থেকেই জাল আধার কার্ড উদ্ধার হয়েছে। ধৃতদের জেরা করতে আগামীকাল ত্রিপুরা পৌঁছচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র বিশেষ দল।
মোবাইল টাস্ক ফোর্স (এমটিএফ) পুলিশ সুপার অভিজিৎ চৌধুরি জানান, গোপন সূত্রে খবর পেয়ে তাঁরা স্টেশন থেকে ওই ২৪ যুবককে গ্রেফতার করেন। জানা গিয়েছে, ধৃতেরা সকলেই দিল্লি থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ধরে রাজ্যে পৌঁছয়।
প্রধানত, অবৈধ অনুপ্রবেশ-জাতীয় মামলা সামলায় এমটিএফ। অভিজিৎ চৌধুরি আরও জানান, ধৃতদের কাছ থেকে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু থেকে জারি হওয়া জাল আধার-কার্ড উদ্ধার করে পুলিশ।
এর পাশাপাশি, কয়েকজনের নামে দেশের বিভিন্ন মাদ্রাসার ভুয়ো পরিচয়পত্রও ছিল। তিনি আরও জানান, ধৃতদের কাছে কোনও বৈধ পাসপোর্ট ছিল না। তিনজনের কাছে বাংলাদেশি পাসপোর্ট থাকলেও, তার মেয়াদ দীর্ঘদিন আগে ফুরিয়ে গিয়েছে।
তিনি যোগ করেন, আগামীকাল এনআইএ-র একটি বিশেষ দল ত্রিপুরায় পৌঁছচ্ছে। তারা এই ২৪ জনকে জেরা করবে। পুলিশকর্তার মতে, ধৃতদের সঙ্গে জঙ্গিযোগের বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।