এক্সপ্লোর
চলন্ত ট্রেনের সামনে সেলফি তুলতে মশগুল তিন কিশোর, কাটা পড়ল ট্রেনে
![চলন্ত ট্রেনের সামনে সেলফি তুলতে মশগুল তিন কিশোর, কাটা পড়ল ট্রেনে 3 Bengaluru Boys Taking Selfies On Track With Approaching Train Crushed চলন্ত ট্রেনের সামনে সেলফি তুলতে মশগুল তিন কিশোর, কাটা পড়ল ট্রেনে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/03074325/karnataka-selfie-death_650x.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে মশগুল ছিল তিন কিশোর। বুঝতেই পারেনি কতটা গতিতে ছুটে আসছে ট্রেনটি। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল তরতাজা তিনটি প্রাণের। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিদাদিতে, বেঙ্গালুরু থেকে ৩০ কিমি দূরে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রেল লাইে দাঁড়িয়ে সেলফি তুলতে মশগুল ছিল তিন কিশোর। ছবি পারফেক্ট করার নেশায় তারা বুঝতেই পারেনি যে ট্রেনটি তাদের কাছে চলে এসেছে। তার জেরেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনাটি। সূত্রের দাবি, দেহগুলোর অবস্থা এতটাই খারাপ যে তাদের চিহ্নিত পর্যন্ত করা যাচ্ছে না। ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে নটা থেকে দশটার মধ্যে।
গত সপ্তাহে এই সেলফি ম্যানিয়াই কেড়ে নিয়েছিল বেঙ্গালুরুর এক কলেজ পড়ুয়ার জীবন। সেখানকার তথ্যপ্রযুক্তি কেন্দ্রের পিছনে এক বিশাল পুকুরে সেলফি তোলার সময় পড়ে যায় সেই পড়ুয়া। বন্ধুরা বুঝে ওঠার আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পরে ছবি দেখতে দেখতে অপর এক বন্ধু লক্ষ্য করে সেলফিতে তাদের এক বন্ধু ডুবে যাচ্ছে পুকুরে। এরপর পুলিশে যোগাযোগ করলে, পুলিশ এসে পুকুর থেকে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)