এক্সপ্লোর
ভোটার আই ডি-র সঙ্গে ৩২ কোটি আধার নম্বর যুক্ত করা হয়েছে, জানাল নির্বাচন কমিশন

বেঙ্গালুরু: ভোটার আই ডি কার্ডের সঙ্গে ৩২ কোটি আধার নম্বর যুক্ত করা হয়েছে বলে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস সংগঠনের ১৪-তম জাতীয় সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন। রাওয়াত বলেছেন, ‘মাত্র তিনমাসের মধ্যে আমরা ভোটার আই ডি-র সঙ্গে ৩২ কোটি আধার নম্বর যুক্ত করেছি। সুপ্রিম কোর্টের অনুমতি পেলেই ভোটার আই ডি-র সঙ্গে আরও ৫৪ কোটি আধার নম্বর যুক্ত করা হবে।’ সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনে বিরোধী দলগুলি ইভিএম-জালিয়াতির অভিযোগ করেছে। এ বিষয়ে রাওয়াত বলেছেন, অভিযোগ বিশ্বাসযোগ্য হলে অবশ্যই বিষয়টি দেখা হবে। ১৪টি পোলিং বুথের ভোট একসঙ্গে গোনার জন্য টোটালাইজার মেশিন ব্যবহার করার বিষয়ে নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে রাওয়াত বলেছেন, ‘সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি চলছে। আইন বদল না হওয়া পর্যন্ত আমাদের পক্ষে টোটালাইজার মেশিন ব্যবহার করা সম্ভব নয়।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















