এক্সপ্লোর
Advertisement
কুপ্রস্তাব প্রত্যাখ্যান, রাজস্থানে ভাড়াটে মহিলাকে পুড়িয়ে মারল বাড়িওয়ালা!
কোটা: মর্মান্তিক, ভয়াবহ। বাড়িওয়ালার কুপ্রস্তাবে রাজি না হওয়ার মাসুল দিতে হল এক মহিলাকে। রাজস্থানের কোটার ঘটনা। রিনা কোলি নামে ৩৫ বছর বয়সি বিবাহিত মহিলাকে গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়ায় গ্রেফতার করা হয়েছে রামবরণ যাদব নামে অভিযুক্ত বাড়িওয়ালাকে। উত্তরপ্রদেশের চিত্রকূটের বাসিন্দা রামবরণ।
পুলিশ জানিয়েছে, রামবরণের ভাড়াবাড়িতে থাকতেন ওই মহিলা। গত শুক্রবার সকালে তাঁকে নিজের ঘরে ডেকে পাঠিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে রাজি হতে বলেন রামবরণ। মহিলা রাজি না হলে জোর করে যৌন নিগ্রহের চেষ্টা করেন। মহিলা বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় রিনাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতেই মারা যান রিনা। মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি রামবরণের বিরুদ্ধে অভিযোগ করে যান। তার ভিত্তিতে কাওয়াই স্টেশন থেকে পাকড়াও করা হয় তাঁকে। স্থানীয় আদালত রামবরণকে পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও তফসিলি জাতি ও উপজাতি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement