এক্সপ্লোর
Advertisement
ট্রাকে লুকিয়ে কাজে যোগ দিতে যাওয়ার চেষ্টা, হরিয়ানা থেকে আটক ৩৭ শ্রমিক
লকডাউনে অমিল যানবাহন। ট্রাকে, গাড়িতে লুকিয়ে যাতায়াতের মরিয়া চেষ্টা পরিযায়ী শ্রমিকদের। হরিয়ানার পলওয়াল জেলা থেকে আটক ৩৭ জন শ্রমিক। তাদের ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
নয়াদিল্লি: লকডাউনে অমিল যানবাহন। ট্রাকে, গাড়িতে লুকিয়ে যাতায়াতের মরিয়া চেষ্টা পরিযায়ী শ্রমিকদের। হরিয়ানার পলওয়াল জেলা থেকে আটক ৩৭ জন শ্রমিক। তাদের ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
শুক্রবার দুপুর ১.৩০ নাগাদ দিল্লির দিক থেকে আসা একটি ট্রাককে ওখলা টি-জোনে আটক করে পুলিশ।ট্রাক তল্লাশি করে তার ভিতর থেকে ৩৭ জন শ্রমিককে বার করা হয়। প্রশ্নের মুখে পড়ে তাঁদের সঙ্গে থাকা ঠিকাদার জানান, দিল্লির ওখলা মান্ডি থেকে হরিয়ানার পলওয়াল মান্ডিতে কাজের জন্য নিয়ে আসা হচ্ছিল তাঁদের।
পুলিশের ডেপুটি কমিশনার আর পি মিনা জানান, বিহারের লক্ষী সারাইয়ে জেলায় ওই ঠিকাদারের বাড়ি। কাজের জন্য রাজস্থানের পলওয়ালে থাকছিলেন ওই ব্যক্তি। ওই ৩৭ জন শ্রমিকের বাড়ি দিল্লির ছতেরপুর এলাকায়।
ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারা (সরকারী কর্মচারী দ্বারা প্রেরিত আদেশ অমান্য), ২৬৯ নম্বর ধারা (সংক্রমন ছড়ানোর সম্ভবনাকে অবহেলা) , ও ২৭৯ নম্বর ধারার (প্রাণহানি হতে পারে এমন সংক্রমন ছড়িয়ে দেওয়ার মতো কাজ) ভিত্তিতে ওই শ্রমিকদের আটক করা হয়েছে।
অন্যদিকে, বিহারের বৈশালীর উদ্দেশে রওনা দিয়েছিলেন আরও সাত পরিযায়ী শ্রমিক। দিল্লির সাউথ এক্সটেনশনে আটক করা হয় তাঁদেরও।ডেপুটি কমিশনার সাউথ অতুল কুমার ঠাকুর বলেন, 'শ্রমিকেরা ৩৭ হাজার টাকা দিয়ে একটি এসইউভি গাড়ি ভাড়া করেছিলেন। গাড়িটিকে আটক করা হয়েছে। ওই সাত শ্রমিককে পাঠানো হয়েছে ত্রাণ শিবিরে। ঘটনায় একটি মামলা রুজু হয়েছে ও গাড়ির চালককে আটক করা হয়েছে।'
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement