এক্সপ্লোর
মোবাইল চোর সন্দেহে চার ব্যক্তির গোপনাঙ্গে পেট্রোল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ
![মোবাইল চোর সন্দেহে চার ব্যক্তির গোপনাঙ্গে পেট্রোল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ 4 Injected With Petrol In Private Parts Allegedly Over Stolen Phone মোবাইল চোর সন্দেহে চার ব্যক্তির গোপনাঙ্গে পেট্রোল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/10/21053101/41mR7KBIZ6L._SX425_.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
গাজিয়াবাদ: মোবাইল চুরি করেছে, এই সন্দেহের জেরে দিল্লির কাছে গাজিয়াবাদে চার ব্যক্তিকে বেধড়ক মেরে, গোপনাঙ্গে জোর করে পেট্রোল ইনজেক্ট করে দেওয়া হল। এই ঘটনায় স্থানীয় সমাজবাদী পার্টির এক নেতার ভাই ও তার বন্ধুকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এই ঘটনায় তিনজন জড়িত রয়েছে। এরমধ্যে মূল অভিযুক্ত হল সমাজবাদী পার্টির নেতার ভাই, রিজওয়ান।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার। রিজওয়ান একটি দুধের দোকান চালায়। সম্প্রতি তার মোবাইল ফোনটি চুরি যায়। এই ঘটনায় তার সন্দেহ গিয়ে পড়ে এলাকারই চার ব্যক্তির ওপর, এদের মধ্যে দুজন কিশোর। তাদেরকেই নিজের দুধের দোকানে ডেকে পাঠায় রিজওয়ান। এরপর জাহির বেগ (১৭), গুলজার (১৬) এবং ফিমো ও ফিরোজকে (২৫) দোকানে ডেকে পাঠিয়ে দীর্ঘক্ষণ মারধর করা হয়। রিজওয়ানের সঙ্গে সেসময় ঘটনাস্থলে উপস্থিত ছিল তার আরও দুই বন্ধু আকিল এবং নাদিম।
আক্রান্ত চার ব্যক্তির দাবি, রিজওয়ান ও তার দুই বন্ধু বাইক থেকে পেট্রোল নিয়ে ইঞ্জেকশন সিরিঞ্জে ঢুকিয়ে একাধিকবার তাদের গোপনাঙ্গে ফুটিয়ে দেয়। এরপর তারা চিত্কার করে অজ্ঞান হয়ে যায়। দুই কিশোর জাহির এবং গুলজারের অবস্থা আশঙ্কাজনক। তাদের দুজনের দেহেই জটিল অস্ত্রোপচার করতে হয়েছে। রিজওয়ান এবং আকিলকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় এখনও পলাতক অপর অভিযুক্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)