এক্সপ্লোর
Advertisement
মণিপুরে জঙ্গি হামলা, নিহত চার পুলিশকর্মী, আহত ৪
ইম্ফল: মণিপুরে পুলিশের টহলদারি ভ্যানের ওপর জঙ্গি হামলা। নিহত চার পুলিশকর্মী, আহত ৪। আজ ভোরবেলা মণিপুরের চাণ্ডেল জেলায় দুটি পৃথক জঙ্গি হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, সীমান্ত শহর মোরে থেকে ২১ কিমি দূরে অবস্থিত লোকচাওয়ে প্রথম হামলার ঘটনাটি ঘটে। ওই আচমকা হামলায় ঘটনাস্থলেই এক পুলিশকর্মীর মৃত্যু হয়, আহত হয় সাতজন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আর একজনের।
আচমকা এই হামলার ঘটনাটি ঘটে, যখন পুলিশের ওই টহলদারি ভ্যান তেঙনাউপলের দিকে যাচ্ছিল। এখানেই মণিপুরের মুখ্যমন্ত্রীর ও ইবোবির নতুন তৈরি জেলা তেঙনাউপলে এক সড়ক উদ্বোধনের কথা ছিল। সেই অনুষ্ঠানেই যোগ দিতে যাচ্ছিলেন পুলিশকর্মীরা। জঙ্গি হামলায় মৃত দুই পুলিশকর্মীর পরিচয় এখনও পর্যন্ত জানা গিয়েছে। একজন মহ্ম্মদ আয়ুব খান এবং অপরজন হি নাগারেই মারিঙ।
দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে চাণ্ডেল জেলার বংইয়াং এলাকায়। এই হামলার ঘটনায়ও এক পুলিশকর্মীর গুরুতর জখম হওয়ার খবর পাওয়া যায়। প্রসঙ্গত, জঙ্গি হামলায় আহত আটজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তিনজনকেই ইম্ফলে নিয়ে যাওয়া হয় চিকিত্সার জন্যে। তারমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement