এক্সপ্লোর
Advertisement
ভারতেও বাংলাদেশের ছায়া, আইএসে মুম্বই ব্যবসায়ী পরিবারের ৫ সদস্য
মুম্বই: এই জুনে দেশ ছেড়ে ইসলামিক স্টেটে গিয়ে যোগ দিয়েছেন মুম্বইয়ের এক ব্যবসায়ী ও তাঁর পরিবারের ৪জন। ওই ব্যবসায়ীর নাম আশফাক আহমেদ। স্ত্রী, শিশুকন্যা ও দুই আত্মীয় মহম্মদ সিরাজ ও ইজাজ রহমানের সঙ্গে দেশ ছেড়েছেন তিনি। এঁদের মধ্যে মহম্মদ সিরাজও ব্যবসা করেন, ইজাজ পেশায় চিকিৎসক।
মুম্বই পুলিশের অপরাধদমন শাখা জানিয়েছে, এঁদের ইসলামের কট্টরপন্থায় আগ্রহী করে তোলায় মহম্মদ হানিফ নামে এক প্রচারক সম্ভবত যুক্ত। তাঁকে জেরা করছে ক্রাইম ব্রাঞ্চ। তবে এভাবে এক সম্পন্ন পরিবারের ৫ সদস্য সোজা আইএসে যোগ দেওয়ায় উদ্বেগ লুকোচ্ছে না পুলিশ।
২৬ বছরের আশফাকের ছোট ভাই জুনের শেষ সপ্তাহে নিজের মোবাইলে দাদার কাছ থেকে একটি মেসেজ পান। তাতে বলা হয়েছিল, তিনি আইএস প্রভাবাধীন এলাকায় চলে যাচ্ছেন, আর ফিরে আসতে চান না। আশফাকের বাবা আবদুল মজিদ মুম্বইয়ের বেশ কয়েকটি গেস্ট হাউসের মালিক। তিনি ৬ অগাস্ট প্রচারক মহম্মদ হানিফ ও কেরলের জনৈক স্কুল শিক্ষক আবদুর রশিদের নামে এফআইআর করেন। এই রশিদ আবার আশফাকের সঙ্গে সিরিয়া গিয়েছিলেন। এছাড়াও তিনি এফআইআর করেন নভি মুম্বইয়ের বাসিন্দা আর্সি কুরেশি ও কল্যাণের রিজওয়ান খানের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, এঁদের প্ররোচনাতেই আইএসে যোগ দিয়েছেন তাঁর ছেলে।
এফআইআরে মজিদ বলেছেন, তিনি মুসলিমদের বারভেলি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। কিন্তু তাঁর ছেলে আহল এ হাদিস গোষ্ঠীর দিকে ঝুঁকে পড়েন, ২০১৪-য় নামও লেখান ওই গোষ্ঠীতে। সে বছরেরই এপ্রিলে তিনি বিয়ে করেন। কিন্তু বিয়ের ব্যাপারে পরিবারকে খবর দেন পরে।
এ বছরের মার্চ- এপ্রিল নাগাদ স্ত্রীকে নিয়ে ধর্মীয় শিক্ষার জন্য আশফাক শ্রীলঙ্কা যান বলে জানিয়েছেন তাঁর বাবা। তবে স্ত্রীকে তিনি জোর করে আইএস এলাকায় নিয়ে গেছেন, না স্ত্রী নিজের ইচ্ছেতেই তাঁর সঙ্গে গেছেন, তা পরিষ্কার নয়। তবে ২০১৪ থেকেই আশফাকের ব্যবহার চোখে পড়ার মত পাল্টে গিয়েছিল বলে মজিদ পুলিশকে জানিয়েছেন। গান শোনা, টিভি দেখা ছেড়ে দিয়েছিলেন তিনি। অন্যরকম পোশাক পরতে শুরু করেন, শুরু করেন দাড়ি রাখতে। পাশাপাশি যে ধরনের লোকজনের সঙ্গে তিনি মিশতে শুরু করেন তাতেও বিপদসংকেত পেয়েছিল তাঁর পরিবার। যে দুই আত্মীয় তাঁর সঙ্গে দেশ ছেড়েছেন, সেই রহমান ও সিরাজের সঙ্গেই বেশিরভাগ সময় কথাবার্তা বলতেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement