Midnapore News: স্যালাইনকাণ্ডে গুরুতর অসুস্থ ৩। মেদিনীপুরের তিন প্রসূতিকে আনা হল SSKM-এ
Midnapore News: মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইনকাণ্ডে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৩ প্রসূতিকে আনা হল SSKM-এ। মেদিনীপুর মেডিক্যালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল ২ প্রসূতিকে, আইসিসিইউতে রাখা হয়েছিল ১ প্রসূতিকে। প্রসূতিদের অসুস্থতার কারণ রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটির।
কোচবিহারের মেখলিগঞ্জে ভারতীয় ভূখণ্ডেই ঠিকানা বাংলাদেশের লালমণিরহাট জেলার পাটগ্রাম উপজেলা
কোচবিহারের মেখলিগঞ্জে ভারতীয় ভূখণ্ডেই ঠিকানা বাংলাদেশের লালমণিরহাট জেলার পাটগ্রাম উপজেলা। কিন্তু দহগ্রাম অঙ্গারপোতা গ্রামের ভৌগলিক অবস্থান ভারতীয় ভূখণ্ডে। বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে এই দুটি গ্রামকে জুড়তে ’৯২ সালে চালু করা হয় তিন বিঘা করিডর। মেখলিগঞ্জের বাসিন্দাদের অভিযোগ, এখানে খোলা সীমান্তের সুযোগ নিয়ে গরু থেকে শুরু করে সব কিছু অবাধে পাচার হয়। ঢুকে পড়ে দুষ্কৃতীরাও। বাংলাদেশ থেকে এসে এপার থেকে গরু নিয়ে তিন বিঘা করিডর ধরে সহজেই ওপারে চলে যায় পাচারকারীরা। BSF-এর পক্ষে। কাঁটাতারহীন বিশাল সীমান্ত এলাকায় নজরদারি চালানো কার্যত অসম্ভব বলেই মনে করছেন গ্রামবাসীরা। দ্রুত এই এলাকায় কাঁটাতারের বেড়া তৈরির দাবি জানিয়েছেন তাঁরা।



















