(Source: ECI/ABP News/ABP Majha)
ওড়িশা: ভগবত গীতাপাঠ প্রতিযোগিতা জিতে তাক লাগাল ৫ বছরের মুসলিম মেয়ে
কেন্দ্রপাড়া (ওড়িশা): ভগবত গীতা পাঠ প্রতিযোগিতায় সেরার শিরোপা পেল এক পাঁচ বছরের মুসলিম মেয়ে। এই ঘটনার পর তাকে ঘিরে মাতোয়ারা সকলেই।
খবরে প্রকাশ, ওড়িশার উপকূলবর্তী কেন্দ্রপাড়া জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ফিরদৌস নামের ওই মেয়েটি গতকাল হওয়া ভগবত গীতা প্রতিযোগিতায় বয়সে বড় অন্য প্রতিযোগীদের হারিয়ে সেরার শিরোপা পায়।
জানা গিয়েছে, স্থানীয় সোভান্য আবাসিক স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে ফিরদৌস। তার বয়সীরা যখন বর্ণমালা চিনতে ব্যস্ত, সেই সময় এই খুদে হিন্দু ধর্মীয় পাঠ্যপুস্তক একেবারে আত্মস্থ করে ফেলেছে।
প্রতিযোগিতার বিচারক ফিরদৌসকে অভূতপূর্ব প্রতিভা বলে উল্লেখ করেন। জানান, সাব-জুনিয়র (৬-১৪ বছর বয়সীদের জন্য) ক্যাটেগরিতে প্রথম স্থান দখল করেছে সে।
আরেক বিচারক জানান, ফিরদৌসের উচ্চারণ অসম্ভব স্পষ্ট ছিল। যে ভাবে এক নিঃশ্বাসে সে গীতাপাঠ করল, তা দেখে সকলেই স্তম্ভিত। তিনি জানান, ফিরদৌসকে তিনি ১০০-র মধ্যে ৯০ দিয়েছেন।
পুরস্কার জিতে স্বভাবতই উচ্ছ্বসিত ফিরদৌস। সে বলে, আমার শিক্ষকরা আমাকে নৈতিক শিক্ষা দিয়েছেন। আমার মধ্যে ‘নিজে বাঁচতে ও সকলকে ভালবাসতে’ শিখিয়েছেন। পাঁচ বছরের কিশোরী আরও বলে, আমি বিশ্বাস করি সমগ্র মনুষ্যজাতি এক বৃহৎ পরিবারের অঙ্গ।
ফিরদৌসের এই কৃতিত্বে গর্বিত মা আরিফা বিবি। তিনি জানান, মেয়ের সাফল্যে আমি দারুণ খুশি। গোটা কৃতিত্ব ওর আর স্কুলশিক্ষকদের, জানান আরিফা।