এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
কানপুরে সরকারি হোমে করোনা আক্রান্ত পাঁচ অন্তঃসত্ত্বা-সহ ৫৭ নাবালিকা!
হোমে থাকা মহিলা কীভাবে অন্তঃসত্ত্বা হল তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্যে।
কানপুর: কানপুরে এক সরকারি হোমে করোনা আক্রান্ত ৫৭ নাবালিকা! যাদের মধ্যে পাঁচজন আবার অন্তঃসত্ত্বাও!
কানপুরের জেলাশাসক ব্রহ্মদেব রাম তিওয়ারির দাবি, স্বরূপনগরে রাজকীয় বালিকা ঘর-এ আসার পর দেখা যায় ৫ মহিলা গর্ভবতী। ওইসব মহিলাদের উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা থেকে হোমে আনা হয়েছিল। রাজ্য মহিলা কমিশনের সদস্য পুণম কপূর সংবাদমাধ্যমে জানিয়েছেন, পকসো আইনে অনেক মহিলাকে এই হোমে রাখা হয়েছে। এদের অনেকেরই বয়স ১৬-১৭ বছরের মধ্যে। হোমের কয়েকজন স্টাফ সম্প্রতি ২ মহিলাকে নিয়ে কানপুরের হেইলেট হাসপাতালে গিয়েছিলেন। করোনা সংক্রমণ সেখান থেকে হতে পারে। তারপর তা হোমে ছড়িয়ে পড়ে।
হোমের মহিলাদের অন্তঃসত্ত্বা হয়ে পড়া নিয়ে পুণম বলেন, হোমে নিরাপত্তায় কোনও গলদ নেই। পুরুষদের প্রবেশ এখানে নিষিদ্ধ। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সুপারিশ অনুযায়ী পকসো আইনে ওইসব তরুণীদের হোমে আনা হয়। কয়েক সপ্তাহ আগে হোমের এক মহিলার করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। তার পরেই অন্যান্যদের করোনা টেস্ট করা হয়। তখনই এই বিষয়টি সামনে আসে।
হোমে থাকা মহিলা কীভাবে অন্তঃসত্ত্বা হল তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্যে। কানপুরের পুলিশ কমিশনারেরও দাবি, হোমে আসার আগেই ওইসব মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। গোটা ঘটনার তদন্ত হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement