এক্সপ্লোর
Advertisement
বিএসএফ-এর শীর্ষ কর্তাকে ফোন রাজনাথের, জম্মুতে পাক বাহিনীর গুলিতে নিহত ৬ বছরের শিশু
জম্মু ও নয়াদিল্লি: রবিবারই বিএসএফ-এর এডিজি (পশ্চিমাঞ্চল) অরুণ কুমার আশঙ্কাপ্রকাশ করে জানিয়েছিলেন, আন্তর্জাতিক সীমান্তে (আইবি) নতুন করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।
তাঁর আশঙ্কা যে অমূলক নয়, সোমবারই তার প্রমাণ মিলল। সংবাদসংস্থা সূত্রে খবর, আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জম্মুর আর এস পুরায় বিনা প্ররোচনায় পাক সেনার গুলিবর্ষণে লালিয়াল গ্রামে এক বছর ছয়েকের শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
মাত্র কয়েক ঘণ্টা আগে রবিবার রাতেই পাক সেনার গুলিতে শহিদ হন এক জওয়ানও। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, মর্টার ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে ভারতের অন্তত ২৫টি বর্ডার আউটপোস্ট (বিওপি)-কে টার্গেট করে পাক রেঞ্জার্স বাহিনী। তাতেই শহিদ হন কনস্টেবল সুশীল কুমার। আহত হন এক জওয়ান সহ ৯ জন। এঁদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।
এর আগে গত শুক্রবার, আন্তর্জাতিক সীমান্তের কাছে কাঠুয়া সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করে জঙ্গিরা। রুখে দাঁড়ায় বিএসএফ জওয়ানরা। গুলি বিনিময়ের সময় পাক স্নাইপারের গুলির শিকার হন বিএসএফ জওয়ান গুরনাম।
তা সত্ত্বেও, অনুপ্রবেশকারীদের ছক বানচাল করে বাহিনী। বিএসএফ জানায়, বাহিনীর পাল্টা গুলিতে সাত পাক রেঞ্জার্সের মৃত্যু হয়েছে। খতম হয়েছে এক জঙ্গিও। যদিও, রেঞ্জার্সের মৃত্যুর খবর অস্বীকার করে পাক প্রশাসন।
প্রসঙ্গত, উরি হামলার পর থেকে নিয়ন্ত্রণরেখা দিয়ে বহুবার এদেশে অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়েছে জঙ্গিরা। বহুবার সেখানে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গুলি চালিয়েছে। কিন্তু, এই প্রথমবার আন্তর্জাতিক সীমান্তে লাগাতার হামলার ছক করছে পাকিস্তান।
গতকালই অরুণ কুমার জানিয়েছিলেন, আগামী ২৪-ঘণ্টার মধ্যে আইবি-বরাবর হামলা চালাতে পারে পাক বাহিনী। সেই জন্য তিনি সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক থাকারও নির্দেশ দেন।
এদিকে, আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের লাগাতার হামলায় জওয়ান থেকে সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্র। এদিন বিএসএফ ডিজি কে কে শর্মার সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
এই মুহূর্তে তিনদিনের সফরে বাহরিনে রয়েছেন রাজনাথ। কেন্দ্রীয় সূত্রের খবর, সেখান থেকেই শর্মার সঙ্গে ফোনে কথা বলেন তিনি। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্ত্রীকে অবগত করেন বাহিনীর ডিজি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement