এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্রের গাদচিরোলিতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে হত ৫ মহিলা সহ ৭ মাওবাদী
গাদচিরোলি: মহারাষ্ট্রের গাদচিরোলি জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে হত ৫ মহিলা সহ সাত মাওবাদী। বুধবার ভোরে সিরোঞ্চা তহশিলের জিঙ্গানুর ফাঁড়ির প্রায় ১৫ কিমি দূরে কাল্লেদ গ্রামে গুলিযুদ্ধ হয় দুপক্ষের। পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট সূত্রে ওখানে মাওবাদী স্কোয়াডের উপস্থিতির খবর পেয়ে পাঠানো হয় মহারাষ্ট্র পুলিশের মাওবাদী দমন শাখাকে। গতকাল মাঝরাতে সেখানে যায় সি-৬০ কমান্ডোরা। তারা ছত্তিশগড় নিকটবর্তী ওই গ্রামের জঙ্গল ঘিরে তল্লাশি অভিযান শুরু করে। তখনই গুলির লড়াই শুরু হয় দুপক্ষের। সাত মাওবাদীর নিহত হওয়ার পাশাপাশি সংঘর্ষস্থল থেকে কিছু অস্ত্রশস্ত্রও মিলেছে বলে জানান পুলিশ কর্তারা। অন্তত দুজন মাওবাদী জখম হয়েছে, বাকিরা পালিয়ে গিয়েছে বলে জানান তাঁরা।
জঙ্গল থেকে পুলিশ দলটিকে মাওবাদীদের দেহ সহ ফিরিয়ে আনতে চপার পাঠানো হয়েছে ঘটনাস্থলে। নিহত মাওবাদীদের দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হবে। ঘটনাস্থলে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
একটি সূত্রের খবর, ২ থেকে ৮ ডিসেম্বর মাওবাদীদের সামরিক শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মি সপ্তাহ কর্মসূচিকে কেন্দ্র করে হিংসা বাড়তে পারে, এহেন আশঙ্কা থাকায় নিরাপত্তা বাহিনী গত কয়েকদিন ধরেই সেখানে শিবির গড়ে পরিস্থিতির ওপর নজর রাখছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খেলার
জেলার
জেলার
Advertisement