এক্সপ্লোর
পুনেয় ধর্ষিত ৮০ বছরের বৃদ্ধা

পুনে: পুনের তলওয়াড়ে গ্রামে এক বৃদ্ধা ধর্ষিত হয়েছেন বলে অভিযোগ। ঘটনার সময় বাড়িতে একা ছিলেন তিনি। ১২ তারিখ গভীর রাতে তাঁর ওপর এই হামলা চলে। তলওয়াড়ে গ্রাম পুনে শহর থেকে ২৫ কিলোমিটার দূরে। মহিলার অভিযোগ, তাঁর ছেলের অনুপস্থিত থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে পড়ে এক অপরিচিত ব্যক্তি। তারপর ধর্ষণ করে তাঁকে। বৃদ্ধার ছেলে গাড়ি চালান। ছেলে বাড়ি ফিরে এলে তাঁকে সব কিছু বলেন তিনি। তিনি ডাক্তারি পরীক্ষার জন্য মাকে নিয়ে যান স্থানীয় সাসুন হাসপাতালে। সেখান থেকে পুলিশে খবর যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















