অর্থ জুগিয়ে দরিদ্র পরিবারে পাশে দাঁড়াল কমিটি, মসজিদেই হল হিন্দু যুগলের বিয়ে
ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই তা সংবাদ শিরোনামে উঠে আসে।
কেরল: মেয়ের বিয়ে দেওয়ার মতো অর্থ নেই মায়ের। যুগলের বিয়ে দিতে সাহায্যের হাত এগিয়ে দিল মসজিদ কমিটি। ঘটনা কেরলের কায়ামুকলমের।
সংবাদসংস্থা প্রকাশিত খবর অনুযায়ী চিরুবল্লী মুসলিম জামাত মসজিদেই বিয়ে হল হিন্দু যুগলের। মেয়ের বিয়ে দেওয়া সামর্থ নেই মায়ের, এই কথা জানার পরই তাঁর পাশে দাঁড়ায় মসজিদ কমিটি। হিন্দু যুগলের বিয়ের আসর বসে মসজিদেই। এমনকি নিমন্ত্রিতদের আপ্যায়নের জন্যও যাবতীয় আয়োজন করা হয় মসজিদ প্রাঙ্গনেই। খাওয়া দাওয়ার সঙ্গে হিন্দু নিয়ম রীতি মেনেই বিয়ে দেওয়া হয় যুগলের। সেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই তা সংবাদ শিরোনামে উঠে আসে। দেখুন সেই ছবি-
Kerala: A Hindu couple tied knot at Cheruvally Muslim Jamaat mosque in Alappuzha's Kayamkulam, today. After the girl's mother was unable to raise money for the wedding, the mosque committee decided to help her and the marriage was performed as per Hindu rituals. pic.twitter.com/Fnzb7eBQUf
— ANI (@ANI) January 19, 2020