এক্সপ্লোর
Advertisement
নৈনিতালে ম্যারাথনে কুকুর, হনুমানের কামড়-আঁচড়, প্রাণ বাঁচাতে ছুটলেন অ্যাথলিটরা
নৈনিতাল: রবিবার উত্তরাখণ্ডের শৈলশহর নৈনিতালে বসেছিল ম্যারাথনের আসর। কিন্তু সেখানে বেশ কয়েকজন অ্যাথলিটকে প্রতিযোগিতা ভুলে প্রাণ বাঁচানোর জন্য ছুটতে হল। কারণ, তাঁদের দিকে তেড়ে আসে রাস্তার কুকুর ও হনুমান। অন্তত দু জন অ্যাথলিটকে কুকুর কামড়ে দিয়েছে। অপর এক অ্যাথলিটকে হনুমান আঁচড়ে দিয়েছে। তাঁদের চিকিৎসা করা হচ্ছে।
এই ম্যারাথন শুরু হয়েছিল বিপুল উৎসাহ-উন্মাদনার মধ্যে দিয়ে। দৌড়ের সূচনা করেন দুই আন্তর্জাতিক স্তরের অ্যাথলিট আবদুল নাজির ও পি শঙ্কর। পূর্ণ ম্যারাথন ছাড়াও হাফ ম্যারাথন, বালক ও বালিকা এবং বয়স্কদের জন্য ১০ কিমি দৌড়ও ছিল। মোট ৫৮০ জন অ্যাথলিট এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন। কিন্তু দৌড়ের মাঝপথে বিপত্তি ঘটে। হাফ ম্যারাথনের দুই প্রতিযোগী অরুণ অধিকারী ও লক্ষ্মণ সিংহকে রাস্তার একদল কুকুর কামড়ে দেয়। তাঁরা প্রাণ বাঁচাতে রাজভবনের দিকে ছুটে যান। প্রমোদ পাটনি নামে অপর এক অ্যাথলিটকে হনুমান আঁচড়ে দেয়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অসমর্থিত সূত্রে খবর, আরও কয়েকজন অ্যাথলিটকে কুকুর কামড়ে দিয়েছে। তাঁরাও চিকিৎসা করাচ্ছেন।
কুকুরের কামড় খাওয়া অ্যাথলিট অরুণ বলেছেন, ‘শুরুতে কোনও সমস্যা ছিল না। হঠাৎই কুকুরগুলো আমাদের তাড়া করে কামড়ে দেয়। বড় কোনও বিপদ ঘটার আগেই কোনওরকমে ছুটে পালিয়ে যাই। মাঝপথে ম্যারাথন থেকে সরে যেতে বাধ্য হয়েছি বলে খারাপ লাগছে।’
এই ম্যারাথনের আয়োজক হরিশ তিওয়ারি এই ঘটনার জন্য নৈনিতাল পুরসভাকেই দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘আগে থেকে জানানো সত্ত্বেও পুরসভা কোনও ব্যবস্থা নেয়নি। সেই কারণেই অ্যাথলিটদের সমস্যায় পড়তে হয়েছে।’ তবে আয়োজকরাও দায় এড়াতে পারেন না। কারণ, নৈনিতালে রাস্তার কুকুরের উৎপাত নিত্য ঘটনা। গত মাসেই কাঠগোদাম রোডে কুকুরের তাড়া খেয়ে পালাতে গিয়ে ৫০ ফুট গভীর খাদে পড়ে যায় রাজস্থান থেকে বেড়াতে আসা একটি ১০ বছরের মেয়ে। তারপরেও ম্যারাথনের সময় অ্যাথলিটদের কুকুরের হামলা থেকে বাঁচানোর জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement