এক্সপ্লোর
গোয়াকে সম্পূর্ণ ক্যাশলেস করা অসম্ভব, কাম্যও নয়, একেবারে উল্টো সুর পর্রীকরের

পানাজি: গোটা দেশকে যখন ক্যাশলেস করার লক্ষ্যে উদ্যোগী হচ্ছে মোদী সরকার, তখন ভিন্ন সুর শোনা গেল তাঁরই মন্ত্রিসভার সদস্যের গলায়। গোয়াকে সম্পূর্ণ ক্যাশলেস রাজ্য করা প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর বলেন, তা সম্ভবও নয় এবং কাম্যও নয়। গোয়ায় রাজ্য সরকারের একটি অনুষ্ঠানে পর্রীকর বলেন, গোয়াকে ৫০ শতাংশ পর্যন্ত ক্যাশলেস করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। লেনদেনে যতটা সম্ভব নগদের ব্যবহার কমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু, গত ২৭ নভেম্বরই গোয়ায় পার্টি মিছিলে একেবারে অন্য কথা বলেছিলেন প্রতিরক্ষামন্ত্রী। বলেছিলেন, এই উপকূলীয় রাজ্যটিই (অর্থাত্ গোয়া) ভারতের প্রথম ক্যাশলেস রাজ্য হবে। গোয়ার সমস্ত ব্যবসায়ী সমিতিকে ১০ দিনের মধ্যে ক্যাশলেস করার ঘোষণা করে বাণিজ্যিক আয়কর দফতর। শেষমেশ, বিতর্কের মুখে এই সার্কুলার তুলে নিতে বাধ্য হয় গোয়া সরকার। এদিন পর্রীকর বলেন, বাণিজ্যিক আয়কর সার্কুলার বাধ্যতামূলক নয়। আমরা লেস ক্যাশ সোস্যাইটি (অর্থাত এমন সমাজ যেখানে নগদের ব্যবহার কম) গড়ে তুলতে চাইছি। যদিও এর ইংরেজি প্রতিশব্দটি ‘ক্যাশলেস’। বর্তমানে কার্ড, পেটিএম, ই-ওয়ালেট এবং অন্যান্য মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই লেনদেন সম্ভব। সেই ট্রানজাকশন শুরু করার ব্যাপারেই প্রচার চালানো হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















