এবার কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে যক্ষ্মা-রোগীদের আধার বাধ্যতামূলক, নির্দেশিকা কেন্দ্রের

নয়াদিল্লি: কেন্দ্রীয় প্রকল্পের আওতায় সুবিধা পেতে এবার যক্ষ্মা রোগীদের জন্যও আধার কার্ড বাধ্যতামূলক করল মোদী সরকার।
বুধবার, এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কোনও ব্যক্তি কেন্দ্রীয় প্রকল্পের আওতায় সুবিধা নিতে চান, তাহলে তাঁকে আধার নম্বর পেশ করতে হবে।
মন্ত্রক আরও জানিয়েছে, যাঁদের আধার নেই, তা পেতে তাঁদের সহায়তা করা হবে। সংশ্লিষ্ট অঞ্চলে আধার নথিভুক্তিকরণ কেন্দ্র না থাকলে, স্বাস্থ্যমন্ত্রকের তরফে নথিভুক্তিকরণ কেন্দ্র গঠন করে দেওয়া হবে।
২০২৫ সাল নাগাদ দেশকে যক্ষ্মা-মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে মোদী সরকার। কিন্তু, আধার-বিজ্ঞপ্তির ফলে, কেন্দ্রের সেই লক্ষ্য বড় ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। কারণ, আধার সমস্যার জন্য অনেকেই সু-চিকিৎসা থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা।
ইতিমধ্যেই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ একটি রিপোর্টে দাবি করছে, ভারতে এই রোগের প্রাদুর্ভাব আগের ধারণার থেকে অনেক বেশি রয়েছে। হু-এর রিপোর্ট বলছে, ২০১৫ সালে প্রতি এক লক্ষে ২১৭ জন যক্ষ্মায় আক্রান্ত ছিল।






















