এক্সপ্লোর
আধার মানুষের জীবনে সরকারের অবাঞ্ছিত প্রবেশ,তোপ সনিয়ার

নয়াদিল্লি: কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গাঁধীর তোপের মুখে এবার বিজেপি চালিত কেন্দ্রীয় সরকার। সনিয়া গাঁধী সম্প্রতি এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংসদে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে বিভিন্ন বিষয় বিরোধীদের কন্ঠরোধের চেষ্টা করছে। যার ফলে দেশ এখন একাধিক সমস্যার সম্মুখীন হলেও, সমাধানের পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন্দ্রের চালু করা বিভিন্ন প্রকল্পের মধ্যে আধার প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি সরব কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। তিনি মনে করেন, প্রতিটি বিষয় আধার বাধ্যতামূলক হওয়ার ফলে, সরকার মানুষের জীবনে অনধিকার প্রবেশ করে নিয়ন্ত্রণ করছে। যার জেরে যেকোনও ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকার প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। শুধু মানুষের ব্যক্তি জীবনে অনুপ্রবেশ নয়, বিরোধীদের কণ্ঠরোধের নেশায় এক অদ্ভূত পন্থা নিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার। কেউ কোনও বিষয় প্রতিবাদ করলেই, তার পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন তদন্তকারী সংস্থাকে। এমনকি জনমত গড়ে যে সংবাদমাধ্যম, তাকেও কেন্দ্র নিজের ইচ্ছে মতো যথেচ্ছ ব্যবহার করছে, অভিযোগ সনিয়ার। তথ্যের অধিকার সংক্রান্ত বিভিন্ন আইন প্রনোয়নতো হয়নি, বরং সেটাকে বাক্সবন্দি করে ফেলা হয়েছে, দাবি সনিয়ার। এদিকে দেশের উন্নয়নের জন্যে বেকারত্ব ঘুচিয়ে, তরুণ প্রজন্মের চাকরির যে দিশা এনডিএ সরকার ক্ষমতায় আসার আগে দেখিয়েছিল, এখন সেটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের ব্যবসা করার পরামর্শ দিয়ে, আসল সমস্যাকে পর্দার আড়ালে রেখে দিচ্ছে কেন্দ্র, মন্তব্য সনিয়ার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















