এক্সপ্লোর
২০১৭ সালে অক্সফোর্ড অভিধানের নতুন হিন্দি শব্দ ‘আধার’

জয়পুর: ২০১৭ সালে নতুন হিন্দি শব্দ হিসেবে ‘আধার’-কে বেছে নিয়েছে অক্সফোর্ড অভিধান। জয়পুর সাহিত্য উৎসবে এই ঘোষণা করা হয়েছে। সাংবাদিক সৌরভ দ্বিবেদী বলেছেন, ‘মিত্রোঁ’, ‘নোটবন্দি’, ‘গোরক্ষক’-এর মতো শব্দগুলিও বিবেচনা করা হয়। কিন্তু আধার নিয়ে যেভাবে আলোচনা ও বিতর্ক হয়েছে, তাতে এই শব্দটিই উপযুক্ত বলে মনে হয়েছে। লেখক পঙ্কজ দুবে বলেন, বিশেষ মানসিক অবস্থা বোঝাতে ‘স্লিপাবস্থা’, ‘মওকাতারিয়ান’-এর মতো শব্দগুলিকেও অক্সফোর্ড অভিধানে জায়গা দেওয়া উচিত। যদিও লেখিকা চিত্রা মুদগল এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, ‘যদি কোনও ব্যক্তি উপযুক্ত ভাষার জ্ঞান না থাকার কারণে এই ধরনের শব্দ ব্যবহার করেন, তাহলে সেটা বোঝা যায়। কিন্তু শিক্ষিত লোকজনও সেটা করলে মেনে নেওয়া যায় না।’ লেখক ও কবি অশোক বাজপেয়ী বলেন, ‘রাজনীতিবিদরা হিন্দি শব্দ মিত্রোঁ ব্যবহার করলেও, সেটা ব্যাকরণগতভাবে ভুল। ঠিক শব্দ হল মিত্র। যিনি কথা বলছেন, শব্দ ব্যবহারের দায়িত্ব তাঁরই। তাই নতুন শব্দের প্রচলন হলেও, ভেবেচিন্তেই শব্দ ব্যবহার করতে হবে।’ সাংবাদিক বিনোদ দুয়া বলেছেন, সংবাদ প্রচারের সময় সংবাদমাধ্যমকে সহজ শব্দ ব্যবহার করতে হবে। সাহিত্য সৃষ্টি সংবাদমাধ্যমের কাজ নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















