এক্সপ্লোর
সব পরিষেবাতেই আধার সংযুক্তির সময়সীমা মার্চ পর্যন্ত বাড়তে পারে, জানাল কেন্দ্র

নয়াদিল্লি: দেশের সব আর্থিক আর্থিক প্রতিষ্ঠানগুলির পরিষেবা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে আধার সংযুক্ত করার সময়সীমা বাড়িয়ে আগামী মার্চ পর্যন্ত করা হতে পারে জানাল কেন্দ্রীয় সরকার। আজ সুপ্রিম কোর্টে এ কথা জানিয়েছে কেন্দ্র। আগামীকাল আধার মামলার অন্তর্বর্তী রায় দেবে পাঁচ বিচারকের বেঞ্চ। সরকারি পরিষেবার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়েছে। সেই মামলাগুলির শুনানি হয়েছে। কেন্দ্র আগেই জানিয়ে দিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার যুক্ত করার সময়সীমা বাড়ানো হয়েছে। মোবাইল ফোনের সিমের সঙ্গে আধার যুক্ত করার সময়সীমা এখনও পর্যন্ত আগামী ৬ ফেব্রুয়ারি। এ বিষয়ে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের উপর ছেড়ে দিয়েছে কেন্দ্র। আজ আধার মামলার শুনানি শুরু হওয়ার আগেই কেন্দ্র জানিয়ে দেয়, পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার যোগ করার সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছে। এ বছরের জুনের পর যে অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে, সেগুলির ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। যাঁদের এখনও আধার নেই, তাঁদের ক্ষেত্রেও সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছে। বিভিন্ন মহলের দাবি, আধার বাধ্যতামূলক করার ফলে গোপনীয়তার অধিকার লঙ্ঘন করা হচ্ছে। সুপ্রিম কোর্ট সম্প্রতি গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। আধারের বিরোধিতাকারীদের আইনজীবী শ্যাম ধীভান শুনানি চলাকালীন বলেছেন, সুপ্রিম কোর্ট এর আগে আধারকে স্বেচ্ছা বলা সত্ত্বেও, কেন্দ্র আধার বাধ্যতামূলক করেছে এবং এর ব্যবহারও বাড়িয়েছে। ট্রেন ও বাসে যাত্রা সহ বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হয়েছে। আদালত ৬টি প্রকল্পে আধার বাধ্যতামূল করলেও, সরকার ১৩৯টি প্রকল্পের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করেছে। বিচারপতিরা এই যুক্তি শোনার পর আগামীকাল রায় দেওয়ার কথা জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















