এক্সপ্লোর
Advertisement
‘আপত্তিকর’ ভিডিও: সাসপেন্ড করল আপ, মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ, থানায় অভিযোগ সেই মহিলার, আত্মসমর্পণ সন্দীপ কুমারের
নয়াদিল্লি: এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের ‘আপত্তিকর’ ভিডিও সামনে আসার পর মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছিল আগেই। এবার দল থেকেও বিতর্কিত সন্দীপ কুমারকে সাসপেন্ড করল আমআদমি পার্টি (আপ)। এরপর সঙ্কট আরও বাড়ল তাঁর। কেননা ‘যৌন ভিডিও’-তে তাঁর সঙ্গে যে মহিলাকে দেখা গিয়েছে, তিনি এবার দিল্লির সুলতানপুরী থানায় প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, রেশন কার্ড তৈরির ব্যাপারে মন্ত্রীর সাহায্য চাইতে গিয়েছিলেন। আলোচনার মধ্যেই মন্ত্রী তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেছেন, সন্দীপ তাঁকে মাদক মেশানো ঠান্ডা পানীয় খেতে দেন। সেটি খেয়ে জ্ঞান হারাই। আমার ওপর যৌন অত্যাচার করেন উনি। আমি ওনার বিরুদ্ধে ব্যবস্থা চাইছি। আমি গরিব। ওনার জন্য আমার সম্মানহানি হয়েছে। চাই না আমার পরিচয় সামনে আসুক। ঘরে ছোট ছোট ছেলেমেয়ে আছে।
দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া এ ব্যাপারে বলেছেন, দল ব্যবস্থা নিচ্ছে। সন্দীপ কুমার যা করেছেন, সেটা অন্যায়। তাঁকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি দলের শৃঙ্খলারক্ষা কমিটিতে পাঠানো হয়েছে। তারা যে সুপারিশই করুক, তা পার্টি মানবে। কিন্তু দলের রাজনৈতিক বিষয়সংক্রান্ত কমিটি (পিএসি) বিষয়টি নিয়ে আলোচনার পর আজ সকালে তাঁকে প্রাথমিক সদস্যপদ থেকে সাসপেন্ড করেছে।
গত ৩১ আগস্ট ৩৬ বছর বয়সি সন্দীপকে মন্ত্রী পরিষদ থেকে অপসারিত করা হয়। মুখ্যমন্ত্রী কেজরীবাল ট্যুইটারে লেখেন, মন্ত্রী সন্দীপ কুমারের আপত্তিকর সিডি হাতে পেয়েছি। আপ জনজীবনে স্বচ্ছতা বজায় রেখে চলতে চায়। এ ব্যাপারে কোনও আপস চলতে পারে না। তাঁকে অবিলম্বে ক্যাবিনেট থেকে সরাচ্ছি।
এদিকে ওই মহিলার থানায় অভিযোগ দায়ের করা নিয়ে এবিপি নিউজের ট্যুইট প্রসঙ্গে কেজরীবাল বলেছেন, মহিলার দাবি সত্যি হলে ব্যাপারটা মারাত্মক। সন্দীপকে কঠোরতম দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে।
ঘটনা হল, সন্দীপকে নিয়ে কিন্তু আপের ভিতরেই ভিন্ন মত সামনে চলে এসেছে। তাঁকে বরখাস্ত করার পরদিন এক ভিডিও-বার্তায় কেজরীবাল দাবি করেন, আপের নীতি-আদর্শের সঙ্গে আপস, সমঝোতার চেয়ে তিনি বরং মৃত্যুই শ্রেয় মনে করবেন। এও বলেন, চলতি ঘটনাবলী তাঁকে ‘বিব্রত’ করেছে, এ ধরনের লোক দলে থাকায় তিনি কষ্ট পান বটে, কিন্তু তিনি এজন্যই গর্ববোধ করেন যে, আপ কখনও নিয়মনীতি লঙ্ঘনকে ‘ধামাচাপা দেওয়ার’ চেষ্টা করেনি। কিন্তু আরেক শীর্ষ আপ নেতা আশুতোষ ব্লগে লেখেন, সংশ্লিষ্ট মহিলা ও সন্দীপ কুমার পারস্পরিক সহমতের ভিত্তিতেই ঘনিষ্ঠ হয়েছিলেন। এতে কোনও অন্যায় নেই। সন্দীপের ওই ভিডিও সমাজের দ্বিচারিতা, মিডিয়া অন্তঃসারশূন্যতা দেখিয়ে দিয়েছে বলেও মত জানান তিনি। বিস্ময়ের সুরে তিনি প্রশ্ন তোলেন, পারস্পরিক সম্মতিতে তৈরি হওয়া সম্পর্ক নিয়ে মিডিয়া, রাজনীতিতে কেন হইচই হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement