এক্সপ্লোর
Advertisement
দাউদের ফোন! বিতর্কে মহারাষ্ট্রের মন্ত্রী খাড়সে, ইস্তফা চাইল আপ
মুম্বই: ১৯৯৩-এর মুম্বই সিরিয়াল বিস্ফোরণে অভিযুক্ত দাউদ ইব্রাহিমের সঙ্গে সখ্যের অভিযোগে বিতর্কে মহারাষ্ট্রের বিজেপি সরকারের মন্ত্রী।
রাজস্বমন্ত্রী একনাথ খাড়সের মোবাইলে ফোন এসেছিল দাউদ ইব্রাহিমের! এমনই দাবি ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। খাড়সে অবশ্য এ খবর অস্বীকার করেছেন।
তাঁর বিরুদ্ধে ‘বোমা’টি ফাটিয়েছেন আম আদমি পার্টি (আপ)-র মুখপাত্র প্রীতি শর্মা মেনন। গতকাল সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, মাফিয়া ডনের করাচির বাড়ি থেকে ফোন করা হয়েছে খাড়সের মোবাইলে। আজ তিনি দেবেন্দ্র ফঢ়নবীশ মন্ত্রিসভা থেকে খাড়সেকে বরখাস্তের দাবিও করেন।
খাড়সের পাল্টা দাবি, ভিত্তিহীন অভিযোগ। যে নম্বরে ফোন এসেছে বলে আপ মুখপাত্রের অভিযোগ, গত এক বছর ধরে সেটি ব্যবহারই হয়নি। সেটি থেকে দেশের বাইরে থেকে কোনও করাও হয়নি, সেটিতে কোনও কল আসেওনি। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাই চিঠি দিয়ে সব ব্যাখ্যা করে জানিয়েছে। ওই নম্বরটি হতে পারে, ক্লোন করা হয়েছে! আমি মুখ্যমন্ত্রী ও জলগাঁওয়ের এসপি-কে তদন্ত করে দেখতে বলেছি, অন্য কেউ ওই নম্বর ব্যবহার করছে কিনা।
মহারাষ্ট্র বিজেপিতে ফঢ়নবীশের কট্টর নিন্দুক বলে পরিচিত খাড়সে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন তাঁর ‘পার্সনাল অ্যাসিস্ট্যান্ট’-এর একটি জমি সংক্রান্ত মামলায় ৩০ কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায়। তারপর এবার দাউদের ফোন পাওয়ার অভিযোগ!
গতকালই ওই আপ নেত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দাউদের করাচির বাসভবনের চারটি ল্যান্ডলাইন নম্বরের কল রেকর্ড ও কল লিস্টে খাড়সের নাম থাকার কথা উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখতে মুম্বই পুলিশকে নির্দেশ দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
আজ সাংবাদিকদের মেনন বলেন, নিজের ফোন নিয়ে মিথ্যা বলেছেন খাড়সে। ২০১৫-র ৪ সেপ্টেম্বর থেকে ২০১৬-র ৫ এপ্রিল পর্যন্ত খাড়সের 9423073667 নম্বরে একাধিক কল এসেছে দাউজের স্ত্রী মেহজাবিন শেখের 021-35871639 নম্বর থেকে। মেননের দাবি, জনৈক ‘এথিকাল হ্যাকারের’ সহায়তায় ওই সময়ের মধ্যে যাবতীয় কল ডিটেলস জোগাড় করেছেন তিনি। দাউদের বাড়ির ফোন থেকে করা আন্তর্জাতিক কলগুলির মধ্যে খাড়সের নম্বরটিও আছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement