এক্সপ্লোর

মনে পড়ে আবু সালেমের প্রাক্তন বান্ধবী মনিকা বেদীকে? জানুন তাঁর সম্পর্কে ১০ অজানা তথ্য...

মুম্বই: ১৯৯৩ সালে মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেমকে যাবজ্জীবন সাজা দিয়েছে টাডা আদালত।

২০০২ সালে পর্তুগালের রাজধানী লিসবনে আবু সালেম ও তার সেই সময়ের বান্ধবী মনিকা বেদীকে ধরে ইন্টারপোল। অভিযোগ, ভুয়ো নথি দিয়ে তারা সেই দেশে প্রবেশ করেছে। আবু ও মনিকা চার বছর জেলে কাটান। এর মধ্যে ২ বছর পর্তুগালের জেলে ছিলেন দুজনে।

২০০৫ সালের নভেম্বরে ভারতের হাতে প্রত্যর্পণ করা হয় আবু সালেমকে। তার দাবি, ২০০০ সালে লস অ্যাঞ্জেলসের একটি মসজিদে সে মনিকাকে বিয়ে করে। যদিও, মনিকা সেই দাবি খারিজ করেন।

আবু সালেমের তথাকথিত বান্ধবী মনিকা সম্পর্কে কিছু অজানা তথ্য—

১. ১৯৭৫ সালে পঞ্জাবের হোসিয়ারপুর জেলার ছাবেওয়াল শহরে জন্ম হয় মনিকার। কিছু সময়ের মধ্যেই মনিকার গোটা পরিবার নরওয়ে চলে যায়। সেখানে প্রায় ১৬ বছর কাটান তিনি।

২. মনিকা, নাচতে ভালবাসেন। ২০ বছর বয়সে ভারতে এসেছিলেন। তিনি সিদ্ধান্ত নেন, এখানে থেকেই কত্থক শিখবেন। সেখানেই প্রবীণ অভিনেতা মনোজ কুমারের সঙ্গে তার সাক্ষাত হয়। তিনি, তাঁর ছেলে কুণালের বিপরীতে মনিকাকে অভিনয় করার প্রস্তাব দেন। ছবিটি না চললেও, মনিকার কেরিয়ারের দৌড় শুরু হয়ে যায়।

৩. মনিকা শ্রীদেবীর বিশালমাপের ভক্ত। একটি সাক্ষাতকারে তিনি বলেছিলেন, শ্রীদেবী ও জীতেন্দ্র অভিনীত ছবির ভিসিডি এনে দেওয়ার শর্তে তিনি তাঁর ভাইয়ের ঘর সাফ করে দিতেন।

৪. আরেকটি সাক্ষাতকারে, মনিকা জানান, ১৯৯৮ সালে ফোনে আবু সালেমের সঙ্গে তাঁর প্রথম কথোপকথন হয়। সেখানে তাঁকে দুবাইতে একটি শোয়ে পারফর্ম করার প্রস্তাব দিয়েছিল সালেম। তিনি রাজি হওয়ায়, সালেমের পরের পর ফোন আসতে শুরু করে। একটা সময়ে, দুজনের বন্ধুত্ব হয়ে যায়। সবই চলত ফোনে। মনিকার দাবি, সালেম নিজের নাম অন্য বলেছিল।

মনিকা যোগ করেন, এমনকী, আবু সালেম নামের সঙ্গেও তিনি অবগত ছিলেন না। মনিকা বলেছিলেন, সেই সময় তিনি দাউদ ইব্রাহিম ও ছোটা শাকিলের নাম শুনেছিলেন। কিন্তু, আবু সালেমের নাম শোনেননি। ফলত, সালেম সত্যি নাম বললেও, তিনি বুঝতে পারতেন না।

৫. সালেমের চাপে বলিউড প্রযোজকরা মনিকাকে জানম সমঝা করো, জোড়ি নম্বর ওয়ান সহ একাধিক ছবিতে অভিনয়ের সুযোগ দেন।

৬. আবু ও মনিকা দুজনই সম্পর্ককে গুরুত্ব দিত। আবুর সঙ্গে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন মনিকা। দুজনই আমেরিকা যান। মনিকা জানান, তিনি ভেবেছিলেন, নতুন করে জীবন শুরু করবেন। বলেন, সালেম ওখানে বৈধভাবে বিভিন্ন শো আয়োজন করতে চেয়েছিল। অভিনেত্রীর দাবি, সেটাই ছিল সালেমের স্বপ্ন। সেই জন্য সে বেশ খাটত। কিন্তু, ওর অতীত পিছু ছাড়েনি।

৭. আবু ও মনিকা গ্রেফতার হওয়ার পরই তাদের সম্পর্কের কথা জানতে পারেন মনিকার বাড়ির সদস্যরা। নরওয়ে থাকায় এখানকার বিষয়বস্তুর সঙ্গে তাঁরা অবগত ছিলেন না। ফলে, এই খবর তাঁদের কাছে ছিল বড় আঘাত। মনিকা জানান, তিনি বাবা-মায়ের কাছে মিথ্যে কথা বলেছিলেন।

৮. আবুর সঙ্গে বিয়ের কথা অস্বীকার করে মনিকা জানিয়ে দেন, তাঁরা স্রেফ দীর্ঘদিন ধরে লিভ-ইন করতেন। এর জন্য তাঁকে আইনি নোটিস পাঠায় সালেম। সেখানে সে জানায়, তাঁর এই মন্তব্যে সে আঘাত পেয়েছে। তবে একইসঙ্গে বলে, মনিকা চাইলে সে তাঁকে স্বেচ্ছায় ডিভোর্স দিতে রাজি।

৯. বিগ বস-এর দ্বিতীয় সিজনে প্রতিযোগী ছিলেন মনিকা। তিন সপ্তাহ ধরে তিনি বিগ বস-এর বাড়িতে ছিলেন তিনি। তার পর ছাঁটাই হন।

১০. যখন খবর প্রচারিত হয় যে আবু সালেম মুম্বইবাসী এক মহিলাকে বিয়ে করেছেন, তখন তাঁকে শুভেচ্ছা জানান তিনি। মনিকা বলেছিলেন, আমি ওর জন্য খুশি। আমি আজও সম্পর্কটাকে শ্রদ্ধা করি। তবে, ও (সালেম) জীবনে এগিয়ে গিয়েছে। আমিও।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: লস্কর ই তৈবার কমান্ডার ইন চিফ হাফিজ সইদের ছেলে তালহার নির্দেশেই কি বাংলায় আসে জাভেদ? কী ছিল পরিকল্পনা?
লস্কর ই তৈবার কমান্ডার ইন চিফ হাফিজ সইদের ছেলে তালহার নির্দেশেই কি বাংলায় আসে জাভেদ? কী ছিল পরিকল্পনা?
IND vs AUS Live: ফলো অন বাঁচাতে পারবে ভারত? হাতে ৩ উইকেট, ভরসা শুধু নীতিশ
ফলো অন বাঁচাতে পারবে ভারত? হাতে ৩ উইকেট, ভরসা শুধু নীতিশ
West Bengal News Live: বাংলায় পর পর জালে জঙ্গি, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতারহীন সীমান্ত
বাংলায় পর পর জালে জঙ্গি, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতারহীন সীমান্ত
HIDCO: সরলেন ফিরহাদ, এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো
সরলেন ফিরহাদ, এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো
Advertisement
ABP Premium

ভিডিও

Terrorist Arrest: কসাবের ধাঁচেই জঙ্গি ট্রেনিং দেওয়া হয়েছিল জাভেদকে ? উত্তর খুঁজছেন গোয়েন্দারা | ABP Ananda LIVETiger News: বান্দোয়ান থেকে মানবাজারে এল বাঘিনী, টোপ-সহ খাঁচা পেতে বাগে আনার চেষ্টা চালাচ্ছে বনদফতর | ABP Ananda LIVEMamata Banerjee: ফিরহাদ হাকিম পুর ও নগরোন্নয়নের দফতরের অধীনে নয়, এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো | ABP Ananda LIVEFake Passport:কেন নথি ভেরিফিকেশন সঠিকভাবে করা হয়নি ?পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ফের প্রশ্নের মুখে পুলিশ  | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: লস্কর ই তৈবার কমান্ডার ইন চিফ হাফিজ সইদের ছেলে তালহার নির্দেশেই কি বাংলায় আসে জাভেদ? কী ছিল পরিকল্পনা?
লস্কর ই তৈবার কমান্ডার ইন চিফ হাফিজ সইদের ছেলে তালহার নির্দেশেই কি বাংলায় আসে জাভেদ? কী ছিল পরিকল্পনা?
IND vs AUS Live: ফলো অন বাঁচাতে পারবে ভারত? হাতে ৩ উইকেট, ভরসা শুধু নীতিশ
ফলো অন বাঁচাতে পারবে ভারত? হাতে ৩ উইকেট, ভরসা শুধু নীতিশ
West Bengal News Live: বাংলায় পর পর জালে জঙ্গি, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতারহীন সীমান্ত
বাংলায় পর পর জালে জঙ্গি, উদ্বেগ বাড়াচ্ছে কাঁটাতারহীন সীমান্ত
HIDCO: সরলেন ফিরহাদ, এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো
সরলেন ফিরহাদ, এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো
WB Primary Semester System: বদলে যাচ্ছে খোলনলচে, এবার প্রাথমিকে পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত
বদলে যাচ্ছে খোলনলচে, এবার প্রাথমিকে পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত
Terrorist Arrest: অসম STF-এর অপারেশন 'প্রঘাত', ধুবড়ি থেকে গ্রেফতার এক জঙ্গি
অসম STF-এর অপারেশন 'প্রঘাত', ধুবড়ি থেকে গ্রেফতার এক জঙ্গি
New Year Weather: বর্ষবরণের রাতে জাঁকিয়ে ঠান্ডা? নতুন বছরে শীতের দাপট, বড় আপডেট আবহাওয়ার
বর্ষবরণের রাতে জাঁকিয়ে ঠান্ডা? নতুন বছরে শীতের দাপট, বড় আপডেট আবহাওয়ার
Manmohan Singh CV : মিতভাষী বলে উপহাস করতেন নিন্দুকরা ! মনমোহন সিংহের সিভি দেখলে অবাক হবেন ?
মিতভাষী বলে উপহাস করতেন নিন্দুকরা ! মনমোহন সিংহের সিভি দেখলে অবাক হবেন ?
Embed widget