Sukanta Majumder : 'সিঙ্গুরে ফিরবে টাটা..', প্রধানমন্ত্রীর সভার আগে আশ্বাস সুকান্তর
ABP Ananda LIVE : 'I-PAC কাণ্ডে জোড়া মামলার শুনানির মধ্য়েই, রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভাস্থল খতিয়ে দেখতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।প্রধানমন্ত্রীর সভার সামনের সারিতে থাকবেন সিঙ্গুরের কৃষকরা। 'তৎকালীন সময় মমতা NDA-র নেত্রী ছিলেন, BJP-র সরকার তৈরি হলে আমরা শিল্পায়নে যাব,সেখানে সিঙ্গুর দিয়ে আমরা প্রতিকীবাবে শুরু করব, বিজেপি সরকার তোলাবাজির সংস্কৃতিকে বন্ধ করবে...', বললেন সুকান্ত মজুমদার।
আরও খবর...
হাইকোর্টে জোর ধাক্কা তৃণমূলের, ED-র দাবিতেই মান্যতা
হাইকোর্টে ধোপে টিকল না তৃণমূলের নথি সংরক্ষণের যুক্তি। তৃণমূলের অভিযোগ খারিজ, ED-র দাবিতেই মান্যতা। 'তল্লাশিতে কোনও নথিই বাজেয়াপ্ত করেনি ED', তৃণমূলের মামলার নিষ্পত্তি করে জানিয়ে দিল হাইকোর্ট। হাইকোর্টে জোর ধাক্কা তৃণমূলের, ED-র দাবিতেই মান্যতা। নথি সংরক্ষণের তৃণমূলের মামলা নিষ্পত্তি, ED-র মামলা মুলতুবি। ফাইল ছিনতাইয়ের ED-র অভিযোগেই কার্যত মান্যতা হাইকোর্টের।




















