এক্সপ্লোর
Advertisement
‘অচ্ছে দিন’ আমাদের গলার কাঁটা হয়ে উঠেছে: গড়কড়ি
মুম্বই: যে ‘অচ্ছে দিন’-এর স্লোগান দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল, তা এখন সরকারের গলার কাঁটা হয়ে উঠেছে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি বলেছেন, সুসময় বা অচ্ছে দিন-এই শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে তার ব্যবহার করেন।
মুম্বইয়ে এক অনুষ্ঠানে গড়কড়ী বলেছেন, ‘মোদীদী আমাদের বলেছেন..যখন মনমোহন সিংহ প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি তা ব্যবহার করেছিলেন’। রসিকতার ছলে তিনি বলেছেন, ‘এখন তা আমাদের সঙ্গে এতটাই যুক্ত হয়ে উঠেছে যে, সবাই জিজ্ঞাসা করছেন, কখন অচ্ছে দিন আসবে’।
গড়কড়ী আরও বলেছেন, ‘এটা আমাদের গলার কাঁটা হয়ে উঠেছে। আমাদের দেশে এত অসন্তোষ রয়েছে যে অচ্ছে দিন কখনোই আসবে না..সংবাদমাধ্যম যেন এর ভুল ব্যাখ্যা না করে... যাঁদের সাইকেল রয়েছে, তাঁরা স্কুটার চান এবং যাঁদের স্কুটার রয়েছে তাঁরা চান গাড়ি। এতে কোনও ভুল নেই। কিন্তু সম্পদশালীরাও অসন্তুষ্ট’।
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, দিল্লিতে একটি অনুষ্ঠানে এক অনাবাসী ভারতীয়র প্রশ্নের উত্তরে মনমোহন সিংহ বলেছিলেন, ‘অচ্ছে দিন’ আসবে। মোদীজী সেটাই ব্যবহার করেন এবং তা তাঁদের সঙ্গে যুক্ত হয়ে পড়ে।
গড়কড়ী মনে করেন, অচ্ছে দিনের অর্থ ভালো প্রত্যাশা।
উল্লেখ্য, ২০১৪-র লোকসভা নির্বাচনের প্রচারে ‘অচ্ছে দিন’ স্লোগান ছিল বিজেপির অন্যতম ভিত্তি। পরে এই স্লোগান নিয়ে বিজেপিকে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে।
#WATCH: 'Acche Din' Was Manmohan Singh's Quote, we Are Stuck With It, says Union Minister Nitin Gadkari pic.twitter.com/GMA4xhUbup
— ANI (@ANI_news) September 13, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement