এক্সপ্লোর
এসেছিল অচেনা নম্বর থেকে ফোন, সেই থেকে প্রেম-বিয়ে অ্যাসিড আক্রান্তের, দম্পতির পাশে দাঁড়াল বলিউড

ছবি সৌজন্যে এএনআই টুইটার
মু্ম্বই: ২০১২ সালে বিয়ের ঘণ্টাখানেক আগে পারিবারিক শত্রুতার জেরে অ্যাসিড হামলার শিকার হন ললিতা বেনবানসি। কিন্তু পাঁচ বছর বাদেই তিনি বিধাতার নির্দেশে ফিরে পেলেন জীবনে প্রেম, হল বিয়ে। শুধু তাই নয়, তাঁর বিয়েতে উপস্থিত থাকল বলিউডও। ললিতার ২০১২ সালে বিয়ের ঠিক হয়েছিল অন্য এক ব্যক্তির সঙ্গে। কিন্তু সেই বিয়ের দিনই ললিতার এক তুতো ভাই তাঁর মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। এরপর ললিতার মুখের ওপর হয়েছে ১৭টি অস্ত্রোপচার। তারপর চলছিল ললিতার জীবন-যুদ্ধ। আচমকা দুমাস আগে একটি অচেনা নম্বর থেকে ললিতার কাছে আসে একটি মিসড কল। সেই নম্বরে ফোন করেন ললিতা। কিন্তু সেই ফোনই বদলে দেয় অ্যাসিড আক্রান্ত ললিতার জীবন। আলাপ হয় রাহুল কুমারের সঙ্গে, তিনি পেশায় সিসিটিভি অপারেটর। ২৭ বছরের রাহুলের সঙ্গে শুরু হয় ললিতার প্রেম। সত্যি জেনেও তাঁকে বিয়ে করার অঙ্গীকার নেন রাহুল। সাহাস ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ললিতাকে তাঁর বিয়েতে সবধরনের সাহায্য করার জন্যে এগিয়ে আসে। সেই স্বেচ্ছাসেবী সংগঠের সাহায্যেই ললিতার বিয়েতে হাজির হন বলিউডের বহু সদস্যও। অভিনেতা বিবেক ওবেরয় ললিতাকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন বিয়েতে। সেই ছবি অভিনেতা শেয়ারও করেছেন তাঁর টুইটার পেজে।
Lalita is a true hero cz she proves 2 1000s of acid attck survivors nationwide tht this isnt a full stp,jst a comma,lyf hs mny possibilities pic.twitter.com/tNvooXfIE1
— Vivek Anand Oberoi (@vivek_oberoi) May 23, 2017
Amazng luv stry of my lil sistr Lalita Bansi,an acid attack survivor,gt married 2day 2 n amazng man Ravi Shankar who luvs her fr who she is! pic.twitter.com/Pt4gLh0ASn — Vivek Anand Oberoi (@vivek_oberoi) May 23, 2017ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা ললিতাকে বিয়েতে উপহার দিয়েছেন একটি বিয়ের পোশাক ও নেকলেস। আর সঙ্গে বহু লোক উপস্থিত থেকে নবদম্পতিকে জানিয়েছেন শুভেচ্ছা তাঁদের আগামী দিনগুলোর জন্যে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















