এক্সপ্লোর
শুধু অবৈধ কসাইখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলল উত্তরপ্রদেশ সরকার
লখনউ: সরকারি ধরপাকড়ের প্রতিবাদে উত্তরপ্রদেশে আজ ধর্মঘট ডেকেছেন মাংস ব্যবসায়ীরা। রাজ্যের সিংহভাগ মাংসের দোকান বন্ধ রয়েছে আজ। বিরোধীরা ইস্যুটি নিয়ে হইচই শুরু করেছে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশ সরকার জানিয়ে দিল, শুধু অবৈধ কসাইখানাগুলির বিরুদ্ধে অভিযান শুরু করেছে তারা, বৈধ দোকানের কোনও ভয় নেই।
রাজ্য সরকারের মন্ত্রী ও মুখপাত্র সিদ্ধার্থনাথ সিংহ বলেছেন, বৈধ লাইসেন্স থাকা কসাইখানার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না তাঁদের সরকার। একইসঙ্গে অতি উৎসাহী সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, যেমন বলা হয়েছে, ঠিক তেমনই কাজ করতে।
সিদ্ধার্থনাথ অবশ্য একইসঙ্গে বলেছেন, বৈধ কসাইখানাগুলির উচিত, নিয়মকানুন ঠিকমত পালন করা।
বিজেপির নির্বাচনী প্রচারপত্রে অবৈধ কসাইখানা বন্ধের প্রতিশ্রুতি ছিল। জাতীয় গ্রিন ট্রাইবুন্যালও এই আদেশ দিয়েছে। এই পরিস্থিতিতে সরকার স্পষ্ট করে দিয়েছে, বৈধ কসাইখানার মালিক-কর্মচারীদের আশঙ্কার কোনও কারণ নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement