ইদে ইদগাহে গরহাজির আদিত্যনাথ, কটাক্ষ অখিলেশের
লখনউ: প্রথা ভেঙে এবার ইদের দিন লখনউয়ের বিখ্যাত ইদগাহয় হাজির হলেন না কোনও মুখ্যমন্ত্রী। যা নিয়ে যোগী আদিত্যনাথকে কটাক্ষ করলেন তাঁর পূর্বসূরী অখিলেশ যাদব।
প্রতিবছর ইদের দিন সকলকে শুভেচ্ছা জানাতে ইদগাহয় হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু, এবছর প্রথা ভেঙে সেখানে যাননি আদিত্যনাথ। তবে, সরকারের তরফে ইদগাহ পৌঁছন উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা।
আদিত্যনাথের অনুপস্থিতিকে হাতিয়ার করে তাঁকে কটাক্ষ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বলেন, আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমি এসেছি। তিনি কেন এলেন না, তা বলতে হবে।
যদিও, ইদের দিন সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন আদিত্যনাথ। বলেন, ইদ হল খুশির উৎসব। এর মাধ্যমে পারস্পরিক সৌভাতৃত্ব্য এবং সামাজিক ঐক্যতা বৃদ্ধি পায়। ইদের মধ্য দিয়ে সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছয়।
আদিত্যনাথের গরহাজিরার বিষয়টিকে আমল দিতে নারাজ দীনেশ। বলেন, উত্তরপ্রদেশে একদিকে ইদ পালন হচ্ছে, অন্যদিকে রামলীলা পালন হচ্ছে। এটাই সংম্প্রীতির ছবি।