এক্সপ্লোর
Advertisement
১২-র কমবয়সি মেয়ের ধর্ষণকারীর ফাঁসির সাজা, মধ্যপ্রদেশের পর বিল পাশ রাজস্থান বিধানসভায়ও
জয়পুর: ১২-র কমবয়সি মেয়ের ধর্ষণে দোষীর ফাঁসির সাজা হবে। এজন্য মধ্যপ্রদেশের পর এবার রাজস্থান বিধানসভায়ও সংশোধনী বিল পাশ হল।
অপরাধ আইন (রাজস্থান সংশোধন) বিল, ২০১৮ পেশ করেন রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া। সেটি ধ্বনিভোটে গৃহীত হয়। বিলে ভারতীয় দণ্ডবিধিতে ৩৭৬-এএ যুক্ত করার কথা বলা হয়েছে। বিলের বক্তব্য, ১২ বছর পর্যন্ত বয়সের মেয়েকে যে ধর্ষণ করবে, তার সাজা হবে মৃত্যুদণ্ড বা সশ্রম কারাদণ্ড যার মেয়াদ ১৪ বছরের কম নয়, কিন্তু বেড়ে যাবজ্জীবন হতে পারে অর্থাত্ দোষী ব্যক্তিকে জীবনের বাকি মেয়াদ জেলেই কাটাতে হবে। আর সঙ্গে জরিমানা তো আছেই। গণধর্ষণের ক্ষেত্রে ৩৭৬-ডিডি সংশোধনী আনা হয়েছে।
এই বিল আনার উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে রাজস্থান সরকার বলেছে, শিশু ধর্ষণ ও বাচ্চাদের গণধর্ষণের মতো অপরাধ যখন তখন ঘটছে, রাজ্য সরকারের নজরে এটা এসেছে। এ ধরনের অপরাধ নৃশংস, এতে নিগৃহীতার জীবন দুঃসহনীয় হয়ে ওঠে। সমাজ ও রাষ্ট্রের উচিত, সব ধরনের প্রতিকূলতার মুখে তার সন্তানদের রক্ষা করা, এমন অনুকূল পরিবেশ তাদের দেওয়া যাতে তারা শারীরিক, মানসিক ভাবে বেড়ে উঠতে পারে। তাই এমন জঘন্য অপরাধের লৌহকঠিন হস্তে মোকাবিলা করা প্রয়োজন। রাজ্য সরকারের সুচিন্তিত পর্যবেক্ষণ হল, বারো বছর পর্যন্ত বয়সের মেয়েদের এমন জঘন্য অপরাধ থেকে রক্ষা করতে এমন প্রতিরোধী সাজা থাকা দরকার যাতে অপরাধীর মৃত্যুদণ্ড পর্যন্ত হয়।
মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে গত ফেব্রুয়ারিতে বিধানসভা বাজেট বিতর্কে জানিয়েছিলেন, রাজ্য সরকার বারোর কম বয়সি মেয়েদের ধর্ষণে দোষীদের ফাঁসি সহ আরও কঠোর সাজার সংস্থান রাখবে।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ, শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনা রাজস্থান লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
খবর
খবর
Advertisement