এক্সপ্লোর
Advertisement
ক্ষুব্ধ সাইরাস মিস্ত্রী কি মোদীর সঙ্গে দেখা করছেন?
নয়াদিল্লি: টাটা সনস এর চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রীর অপসারণের পর থেকেই সংবাদমাধ্যম ও কর্পোরেট দুনিয়ায় আলোড়ন পড়ে গিয়েছে। কখনও শোনা যাচ্ছে টাটা গ্রুপের বোর্ড অফ ডিরেক্টরসের এই সিদ্ধান্ত মেনে নেননি সাইরাস। কখনও আবার এর চেয়েও চাঞ্চল্যকর খবর সামনে এসেছে বিভিন্ন ওয়েবসাইট ও সংবাদমাধ্যমের মাধ্যমে। তবে সদ্য নিযুক্ত টাটা সনস-এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান রতন টাটার তাঁর সংস্থা ও কর্পোরেট দুনিয়ার উদ্দেশ্যে বার্তা, ওপরতলার পরিবর্তনে নজর না দিয়ে নিজেদের কর্তব্যে মনোসংযোগ করতে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক চিঠি লিখেও রতন টাটা টাটা সনস-এর এই পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে প্রধানমন্ত্রীকে রতন টাটার চিঠি দেওয়ার পরই শোনা যাচ্ছে মোদীর সঙ্গে দেখা করবেন সাইরাস মিস্ত্রী, এবং তাঁর অপসারণ যে আইনসম্মত নয়, সেকথাও জানাবেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, সাইরাস ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে বেশি আগ্রহী ছিলেন। সূত্রের খবর, রতন টাটার যোগ্য উত্তরসূরী এবং সংস্থায় নিজের জায়গা আরও পাকাপোক্ত করার জন্যেই এই পদক্ষেপ নিয়েছিলেন সাইরাস। এমনকি শোনা গিয়েছে, টাটা গ্রুপের অন্য অলাভজনক সংস্থাগুলোর তুলনায়, সাইরাস লাভজনক সংস্থাগুলোর প্রতিই বেশি নজর দিতেন। এবিষয়গুলিই পছন্দ হয়নি টাটা গ্রুপের বোর্ড অফ ডিরেক্টরস-এর।
মোদীকে রতন টাটা চিঠিতে জানিয়েছেন, সাইরাস মিস্ত্রী-র অপসারণের পর আগামী চারমাসের জন্যে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে তিনিই দায়িত্ব সামলাবেন। এরপর পাঁচ সদস্যের একটি নিয়োগ কমিটি গঠন করা হয়েছে। তাঁরাই পরবর্তী চেয়ারম্যান খোঁজার কাজ করবেন। এই কমিটিতে রয়েছেন রতন টাটা স্বয়ং। এছাড়াও রয়েছেন ভেনু শ্রীনিবাসন, অমিত চন্দ্র, রণেন সেন, লর্ড কুমার ভট্টাচার্য। তবে এরমধ্যেই কানাঘুষোয় দুটো নাম শোনা যাচ্ছে চেয়ারম্যান পদের লড়াইয়ে। এরমধ্যে রয়েছেন পেপসিকোর ইন্দ্রা নুই এবং টাটা ইন্টারন্যাশনালের এমডি নোয়েল টাটা।
এরমধ্যে মঙ্গলবার বম্বে হাউসেও একটি বৈঠক করেন রতন টাটা, টাটা গ্রুপের সিইওদের সঙ্গে। তাঁর স্পষ্ট বার্তা এইমুহূর্তে কোনওরকম গুজবে কান না দিয়ে নিজেদের দায়িত্ব পালন করে যেতে হবে প্রত্যেক গ্রুপের সিইওকে। তাঁর দাবি সংস্থায় স্থিতিশীলতা বজায় রাখার জন্যেই আপাতত তিনি অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান পদে এসেছেন। সংস্থার সবকিছুই আগের মতো থাকবে, কোথাও কোনও নীতিগত পরিবর্তন হবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement