এক্সপ্লোর
বাচ্চারা না পরলে পরবেন না মন্ত্রীও, স্কুল পড়ুয়াদের সোয়েটার দিচ্ছে উত্তর প্রদেশ সরকার

লখনউ: রাজ্যের বুনিয়াদি শিক্ষামন্ত্রী অনুপমা জয়সওয়াল শপথ নিয়েছেন, সব সরকারি প্রাথমিক স্কুল পড়ুয়াকে একটি করে সোয়েটার না দেওয়া পর্যন্ত তিনিও গায়ে সোয়েটার তুলবেন না। এই পরিস্থিতিতে উত্তর প্রদেশ সরকার রাজ্যের সব সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সোয়েটার বিলি করার সিদ্ধান্ত নিল। অনুপমা জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রায় ৬৫ লক্ষ ছেলেমেয়ের মধ্যে সোয়েটার বিলি হয়েছে। ১ সপ্তাহের মধ্যে বিলি হবে ১.৫৪ কোটি সোয়েটার। মন্ত্রীকেও এদিন দেখা যায় সোয়েটার গায়ে। মন্ত্রী বলেছেন, সোয়েটার বিলির সিদ্ধান্ত আগেই নেওয়া হলেও প্রযুক্তিগত ও বাস্তব কিছু সমস্যার জেরে তা বিলি করতে দেরি হয়েছে। রাজ্য সরকার যখন ছেলেমেয়েদের মধ্যে সোয়েটার বিলির সিদ্ধান্ত নেয়, তখন লুধিয়ানার উলের কারখানায় সোয়েটার তৈরি বন্ধ হয়ে গিয়েছে। কারখানা মালিককে আবার নতুন করে সোয়েটার তৈরির অর্ডার দিতে হওয়ায় গোটা প্রক্রিয়ায় কিছুটা দেরি হয়ে গিয়েছে বলে অনুপমা জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















