এক্সপ্লোর
Advertisement
আগেরটা ঠিক তাঁর মতো দেখতে নয়, জয়ললিতার নতুন ব্রোঞ্জের মূর্তি বসল এআইএডিএমকে দপ্তরে
চেন্নাই: আগেরটা নাকি ঠিক তাঁর মতো দেখতে হয়নি বলে সমালোচনা হয়। তাই দলের সদর দপ্তরে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার নতুন মূর্তি বসাল এআইএডিএমকে। আজ দলের এমপি, বিধায়ক-মন্ত্রী সহ প্রথম সারির নেতাদের সামনে নতুন করে সাজিয়ে তোলা জয়ললিতার মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার উন্মোচন করেন এআইএডিএমকে কোঅর্ডিনেটর ও পনিরসেলভাম ও জয়েন্ট কোঅর্ডিনেটর কে পালানিস্বামী। প্রথমজন রাজ্যের মুখ্যমন্ত্রী, পরের জন উপমুখ্যমন্ত্রী।
নতুন মূর্তির নকশা বানানো ভাস্কর রাজকুমার উদেয়ারকেও সংবর্ধনা দেন তাঁরা।
গত ২৪ ফেব্রুয়ারি জয়ললিতার ৭০-তম জন্মবার্ষিকী মাথায় রেখে প্রয়াত এআইএডিএমকে সভানেত্রীর লাইফসাইজ মূর্তির উন্মোচন করেছিলেন পনিরসেলভম, পালানিস্বামী। কিন্তু সেই মূ্র্তিতে বাস্তবের জয়ললিতার সঙ্গে সাদৃশ্য খুব কম বলে সমালোচনার ঝড় ওঠায় নতুন মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সেটি বসানো হয় এআইএডিএমকে সদর দপ্তরে ঢোকার মুখে দলের প্রতিষ্ঠাতা তথা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রনের মূর্তির কাছে। নতুন মূর্তি ব্রোঞ্জের, ওজন ৮০০ কেজির কাছাকাছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement