এক্সপ্লোর
Advertisement
বাবরি মসজিদ অন্যত্র সরানোর প্রস্তাব সমর্থন করে বরখাস্ত মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য
নয়াদিল্লি: শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে বৈঠকে যোগ দিয়ে আদালতের বাইরে অযোধ্যা বিতর্কের সমাধান এবং মসজিদ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব সমর্থন করে বরখাস্ত হলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের (এআইএমপিএলবি) সদস্য মৌলানা সলমন নাদবি। তাঁকে বরখাস্ত করার কথা ঘোষণা করেছেন এআইএমপিএলবি-র মুখপাত্র কাসিম ইলিয়াস। তিনি বলেছেন, ‘অযোধ্যা বিতর্কে উল্টো অবস্থান নেওয়ায় নাদবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি জানিয়েছে, আমাদের সর্বসম্মত সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সলমন নাদবিকে বহিষ্কার করা হল। এআইএমপিএলবি পুরনো অবস্থানেই অনড় থাকছে। মসজিদ উপহার দেওয়া, বিক্রি করা বা সরানো যাবে না।’
ইলিয়াস আরও বলেছেন, ‘বাবরির বিষয়টি আস্থার নয়, আমাদের জমির অধিকারের। বিচারবিভাগের উপর আমাদের ভরসা আছে। বোর্ড সবসময়ই বাবরি মসজিদের বিষয়ে আলোচনাকে স্বাগত জানিয়েছে। অতীতে কয়েকবার এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এখন আদালতের রায়ের অপেক্ষায় আছে বোর্ড। আমাদের পক্ষে বা বিপক্ষে যা-ই হোক না কেন, আদালতের রায় মেনে নেব।’
রবিশঙ্করের সঙ্গে দেখা করে নাদবি বলেন, ‘দুই সম্প্রদায়ের সম্পর্ক ভাল থাকা উচিত। শরিয়ায় এ বিষয়ে অনুমতি আছে। ইসলামের চারটি স্কুলের মধ্যে হানবালি স্কুল বলে, মসজিদ অন্যত্র সরানো যেতে পারে। আমরা অন্য কোনও জায়গায় একটি বড় মসজিদ তৈরি করতে পারি। সেখানে বিশ্ববিদ্যালয়ও তৈরি করা যেতে পারে।’
নাদবির আগে তাঁর ঠাকুর্দা মৌলানা আলি মিয়া নাদবি ন’য়ের দশকে হিন্দু সংগঠনগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে আদালতের বাইরে অযোধ্যা বিতর্কের সমাধান করার কথা বলেছিলেন। কিন্তু সেবারও এই প্রস্তাব নাকচ করে দিয়েছিল এআইএমপিএলবি। এবারও একই ঘটনা দেখা গেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement