এক্সপ্লোর
‘রাজধানী’তে চড়তে না পারলে এয়ার ইন্ডিয়ায়

নয়াদিল্লি: রেলে চড়তে না পারলে বিমান যাত্রার সুযোগ! এয়ার ইন্ডিয়া এমনই এক স্কিম চালু করেছে। রাজধানী এক্সপ্রেসের যে ফার্স্ট ক্লাস এসি-র যাত্রীরা টিকিট কনফার্ম করতে পারেননি, ওয়েট লিস্টে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, এবার তাঁদের সুপার সেভার স্কিমের সুযোগ দিচ্ছে সরকারি বিমান সংস্থাটি, সীমিত সময়ের জন্য। এক বিজ্ঞপ্তিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, রাজধানীর ফার্স্ট এসি-র ভাড়াতেই ওয়েট লিস্টে থাকা যাত্রীরা তাদের বিমানে যাত্রা করতে পারবেন। ফ্লাইট ছাড়ার চার ঘণ্টা আগে তাঁদের টিকিট বুক করতে হবে। দেশের ভিতরে নির্দিষ্ট কিছু রুটেই এক পিঠের যাত্রার জন্য ইকনমি ক্লাসের অফার মিলবে। ২৬ জুন শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে এই সুযোগ। এয়ার ইন্ডিয়ার বক্তব্য, পর্যাপ্ত আসনের অভাবে হাজার হাজার যাত্রী টিকিট কনফার্মড করতে পারেন না। তাদের সমস্যা মেটাতে এগিয়ে আসছে তারা। এই স্কিমের ফলে যাত্রীরা শুধু রাজধানীর ভাড়াতেই নয়, তার চেয়ে অনেক তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে পারবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















